Gardening Tips

বর্ষার ছাদ বাগানের যত্ন কী ভাবে নেবেন? মাথায় রাখুন ৫ কৌশল

গাছের জন্য জল যেমন ভাল, তেমন বিপদের কারণও হতে পারে। গোড়ায় জল জমলে গাছ মারাও যেতে পারে। বর্ষাকালে ছাদ বাগানের যত্ন নেবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ২০:৩৯
Share:

বর্ষায় ছাদের গাছপালা ভাল থাকবে কী ভাবে? ছবি: সংগৃহীত।

গ্রীষ্মের পর বর্ষা আসা মানেই আবহাওয়ায় বিশেষ বদল। কখনও মুষলধারে বৃষ্টি কখনও আবার ঝিরঝিরে। গাছের জন্য জল যেমন ভাল, তেমন বিপদের কারণও হতে পারে। গোড়ায় জল জমলে গাছ মারাও যেতে পারে। বর্ষাকালে ছাদ বাগানের যত্ন নেবেন কী ভাবে?

Advertisement

১। টবগুলি ছাদের প্রাচীর থেকে কয়েক ইঞ্চি ফাঁক দিয়ে রাখুন।প্রতিটি টবের মাঝে বেশ কিছুটা ফাঁক রাখুন। এতে বৃষ্টির জল জমতে পারবে না। বেরিয়ে যাবে। ছাদে জল জমলে বাড়ির ক্ষতি হবে। সেই বিষয়টিও নজরে রাখা দরকার। গাছের পাতা ঝরে, মাটি বৃষ্টির জলে ধুয়ে ছাদের নর্দমার মুখ বুঁজে যায় অনেক সময়েই। সে কারণেই নিয়মিত ছাদের সাফাই জরুরি।

২। গাছের গোড়ায় জল জমা ক্ষতিকর। প্রবল বৃষ্টির পরে সম্ভব হলে টবে জমা জল ফেলে দিন। একইসঙ্গে খেয়াল রাখা প্রয়োজন টবের জল নিষ্কাশন ব্যবস্থাতেও। টবের নীচের ছিদ্র মাটিতে বুঁজে গিয়েছে কিনা, দেখে নিন। মাঝেমধ্যে মাটি আলগা করে দেওয়াও প্রয়োজন।

Advertisement

৩। বর্ষাকালে সাধারণত গাছের সারের প্রয়োজন হয় না। সার দিন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। তবে ঘরে থাকা গাছে সার দিতেই পারেন। গাছে জলও দিতে হবে প্রয়োজন বুঝে।

৪। বর্ষার সময়ে অনেক গাছের পাতা হলুদ হয়ে যায় বা কুঁক়ড়ে যায়। টবের মাটিতে জল বসলে এমনটা হতে পারে। ফলে জল নিষ্কাশন ব্যবস্থায় জোর দিতে হবে। যে গাছে এমন হচ্ছে, সেই গাছের মাটি নতুন করে তৈরি করতে পারেন। বালি মেশানো থাকলে সাধারণত জল দ্রুত বেরিয়ে যায়।

৫। বর্ষার স্যাঁতসেতে আবহাওয়ায় ছত্রাক, পোকার আক্রমণও বেশি হয়। একটি গাছে পোকা হলে দ্রুত তা অন্য গাছে ছড়িয়ে পড়তে পারে। কোনও গাছে এমন হলে সেট প্রথমেই আশপাশের গাছের থেকে সরিয়ে নিন। তারপর জলের সঙ্গে নিমতেল মিশিয়ে স্প্র করুন। সুস্থ গাছেও মাঝেমধ্যে এটি দিলে পোকা বা ছত্রাকের আক্রমণ এড়ানো যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement