What Keeps Pollinators Away

বাগানে পাখি, প্রজাপতি, মৌমাছি আসছে না? ৩ ভুল এড়িয়ে না চললে পরাগ সংযোগে সমস্যা হবে

বাগানে পাখি, মৌমাছি, প্রজাপতির আনাগোনা একেবারেই নেই? কেন এমন হতে পারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৯:২৩
Share:

বাগানে পাখি, প্রজাপতির আনাগোনা কমে গেলে কী করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গাছগাছালির যতই যত্ন করুন, সার দিন, পরাগ সংযোগ না হলে ফুল-ফলের সংখ্যা কমবেই। পরাগ সংযোগের মাধ্যমেই বীজ এবং ফল হয়। সাধারণত মৌমাছি, পাখি, প্রজাপতি, কীটপতঙ্গ পরাগরেণু বহনকারী হিসাবে কাজ করে। সে কারণেই বাগানে তাদের আসা-যাওয়া ফুল এবং ফুলের সংখ্যা বৃদ্ধির জন্য ভাল। কিন্তু বাগানে কি হঠাৎ করেই পাখির আনাগোনা কমেছে? প্রজাপতিও আসে না? কেন এমন হতে পারে?

Advertisement

কীটনাশক: গাছের পোকা মারতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন? তার মাত্রা বেশি হলে গাছের যেমন ক্ষতি হতে পারে, তেমনই উপকারী পতঙ্গ, কীটও কমে যেতে পারে। চেষ্টা করা দরকার, রাসায়নিকের বদলে জৈব পদার্থের ব্যবহারে কীট নাশ করা যায় কি না। রাসায়নিকের প্রয়োগ করলে করতে হবে নিয়ম মেনে।

উপযুক্ত পরিবেশ: পরাগ সংযোগকারী পাখি, প্রজাপতি, পতঙ্গের উপযোগী পরিবেশ থাকাও জরুরি। টাটকা জল বাগানে রাখলে তারা আসতে পারে। বিশেষত গরমের দিনে জল খেতেই পাখি আসতে পারে।

Advertisement

বাসস্থান: বিভিন্ন কীটপতঙ্গ, প্রজাপতি, মৌমাছির বেড়ে ওঠা, আশ্রয় নেওয়ার জন্য নির্দিষ্ট পরিবেশের দরকার। বাগানে উপযোগী আশ্রয় না পেলে, ফুল না পেলে তাদের আনাগোনা কমতে পারে।

কোন গাছ: বাগানে এমন অনেক গাছ থাকে, যা মৌমাছি, প্রজাপতিদের পছন্দই নয়। তাদের আকর্ষণ করতে পারে, এমন গাছ রাখা দরকার।পুদিনা-সহ বেশ কিছু গাছ আছে, যার গন্ধে পরাগরেণু বহনকারী কীটেরা আসতে চায় না।

কী ভাবে পাখি-মৌমাছির আনাগোনা বৃদ্ধি পাবে?

বিভিন্ন প্রজাতির গাছ বসাতে হবে। কোনও প্রজাতির একটি গাছের বদলে অন্তত তিন-চারটি গাছ পাশাপাশি রাখলে পরাগরেণু বহনকারী পাখি, পতঙ্গেরা বেশি আকৃষ্ট হবে। বাগানে পরিষ্কার জল, ফলের গাছ রাখলেও ফল মিলবে। প্রজাপতি যে ধরনের গাছে ডিম পাড়ে, সেই ধরনের গাছের সংখ্যা বাড়াতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement