whatsapp

আলাদা খরচ ছাড়াই হোয়াটসঅ্যাপে ডেটা ব্যাক-আপ! জেনে নিন কী ভাবে

গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যাক-আপ ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখতে পারবেন এবং তা-ও সম্পূর্ণ বিনামূল্যে৷ জানেন কী ভাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ১৮:১৩
Share:

হোয়াটসঅ্যাপের সঙ্গে গুগল স্বাক্ষর করল এক নতুন চুক্তি। আর এই চুক্তির জেরে এ বার থেকে নিশ্চিন্তে গুগল ড্রাইভে আপনার হোয়াটসঅ্যাপ ডেটার ব্যাক-আপ রাখতেই পারেন৷ হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, ডেটা ব্যাক-আপের জন্য অতিরিক্ত জায়গা দেবে গুগল ড্রাইভ। হোয়াটসঅ্যাপের সহযোগী সংস্থা ফেসবুকের সঙ্গে গুগলের একটি সমঝোতা হয়েছে। যেখানে গ্রাহকরা ব্যাক-আপ ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখতে পারবেন এবং তা-ও সম্পূর্ণ বিনামূল্যে ৷

Advertisement

আগামী ১২ নভেম্বর থেকে এই সুযোগ পাবেন সকল গ্রাহকেরা। কোম্পানি নির্বিশেষে হোয়াটসঅ্যাপ আছে এমন সব মডেলের ফোনের ক্ষেত্রেই এই চুক্তি প্রযোজ্য হবে। এর পর থেকে ভিডিও, চ্যাট, ছবি-সহ সব ডেটা গুগল সরাসরি ব্যাক-আপ নিয়ে নেবে ৷

এর আগে হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাক-আপ করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হত গ্রাহকদের। তাতেও যে সব সময় সমাধান মিলত এমন নয়। বরং ফোন মেমরিতে থাকা ছবি, মেসেজ, নথি পেরিয়ে হোয়াটসঅ্যাপের ডেটা সংগ্রহ করে রাখতে হলে জায়গা তো মিলতই না, উল্টে ক্লাউড স্টোরেজে অতিরিক্ত স্পেস কিনতে হত। স্পেসের এই সমস্যার কারণে অনেকেই গুগল ড্রাইভের তরফ থেকে স্পেস খালি করার বার্তা পেতেন। কম মেমরির ফোন নিয়ে তাই দুশ্চিন্তার শেষ ছিল না। এ বার তা থেকে খানিকটা হলেও স্বস্তি। অন্তত হোয়াটসঅ্যাপ ব্যাক-আপের ক্ষেত্রে স্পেসের অভাব আর সমস্যায় ফেলবে না।

Advertisement

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস১০-এর এই ফিচারগুলি জানেন?

মোবাইলের এই গোপন কোডগুলোর কাজ জানেন?

এমনিতে গুগলে কেউ অ্যাকাউন্ট খুললে গুগল তাকে ১৫ জিবি-র একটি ফ্রি স্টোরেজ দেয়। কিন্তু তাতেও না কুলোতে পারলে প্রয়োজন পড়লে প্রতি মাসে ১৩০ টাকা দিয়ে ১০০ জিবি এবং ৬৫০ টাকার বিনিময়ে ১ টিবি অবধি স্পেস কেনা যায়।

তবে, নভেম্বরে এই নিয়ম চালুর আগে গুগলের তরফে গ্রাহকদের জন্য একটি নিয়মও জানানো হয়েছে৷ কর্তৃপক্ষ চাইছেন, নিয়ম অনুযায়ী ম্যানুয়ালি ব্যাক-আপ করুন সকলে ৷ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ১২ নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট নিলেই ছবি, চ্যাট, ভিডিয়ো-সহ সব ব্যাক-আপ যা এত দিনেও আপডেট করেননি সেগুলি সবই নিজে থেকেই মুছে যাবে। তাই নির্দিষ্ট দিনের আগে আপনার হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ব্যাক-আপ করুন৷

হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে ব্যাক-আপ নেওয়ার সময়ে ওয়াইফাই সংযুক্তিকরণ আবশ্যিক। যে হেতু ব্যাক-আপে থাকা ফাইলের আকার নানা রকম, তাই ওয়াইফাই ছাড়া ব্যাক-আপে সমস্যা আসতে পারে।

কী ভাবে তা করবেন

গুগল অ্যাকাউন্ট না থাকলে তা তৈরি করুন। তার পরে গুগল ড্রাইভে সেট আপ রাখুন। প্রথমেই হোয়াটসঅ্যাপ মেনু থেকে সেটিংস-এ যান ৷ সেখান থেকে আসুন চ্যাট-এ। এর পর সেখান থেকে চ্যাট ব্যাক আপ ৷ এ বার ‘ব্যাক আপ’ লেখার উপর ট্যাপ করুন ৷ তা হলেই আপনার চ্যাটের ব্যাক আপও সুরক্ষিত থাকবে ৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন