Ear pods Cleaning Hacks

কানের খোল থেকে ঘাম, জমা হয় আপনার শখের ইয়ারপড্‌সে! নষ্ট হওয়ার আগে পরিষ্কার করুন সহজে

এয়ারপড্‌স পরিষ্কার করা সময়সাপেক্ষ কাজ নয়। তাই নিয়মিত সহজ কয়েকটি ধাপ মেনে ময়লা সাফ করতে হবে। নয়তো বেশি দিন টেকসই হবে না আপনার শখের যন্ত্রটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৩:১২
Share:

গান শোনার যন্ত্র নিয়মিত পরিষ্কার করা উচিত। ছবি: সংগৃহীত।

বৈদ্যুতিন পণ্য যত দামিই হোক না কেন, নিয়মিত যত্ন না নিলে নষ্ট হয়ে যাবে। ঠিক এক দিন কার্যকারিতা হারাবে সেটি। তা ফোন হোক বা ল্যাপটপ, ইয়ারফোন হোক বা ইয়াপড্‌স। প্রতি দিনের ব্যবহার্য যন্ত্রগুলির মধ্যে জনপ্রিয়তা বাড়ছে ইয়ারপডের। আকারে ক্ষুদ্র, বাক্সে রেখে চার্জ করা সম্ভব। ইয়ারফোন বা হেডফোনের চেয়ে কেতাদুরস্তও বেশি। কিন্তু এত ছোট আকারের বলেই তা পরিষ্কার করা বড় ঝক্কি। ধুলো, কানের খোল, তেল ইত্যাদি জমে জমে নোংরা হয়ে যেতে থাকে। একে তো স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন ওঠে, উপরন্তু শব্দ ঠিকঠাক পৌঁছোয় না কানে। ফলে শব্দের গুণমান থেকে শুরু করে চার্জিং নিয়ে পর্যন্ত সমস্যা হতে পারে। ধাপে ধাপে ইয়ারপড্‌স পরিষ্কার করার কৌশল জেনে নিন।

Advertisement

প্রয়োজনীয় উপকরণ

২টি মাইক্রোফাইবার কাপড়

Advertisement

তুলোর বল

নরম ব্রাশ বা টুথব্রাশ

কাঠের টুথপিক

আইসোপ্রোপাইল অ্যালকোহল

মাউন্টিং পুট্টি

পদ্ধতি

১. প্রথমে হালকা ভেজা মাইক্রোফাইবার কাপড় দিয়ে এয়ারপড্‌সের বাইরের অংশ ভাল করে মুছে নিতে হবে। যেখানে ধুলোময়লা, ঘাম, ক্রিম ইত্যাদি জমে থাকে। তার পর আর একটি শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিতে হবে। জেদি দাগ তুলতে সামান্য অ্যালকোহল ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন, কোনও ছিদ্রে অ্যালকোহল প্রবেশ না করে।

২. স্পিকারের গ্রিল পরিষ্কারের জন্য তুলোর বল বা নরম ব্রাশ ব্যবহার করুন। কানের খোল জমে থাকে ওই জালিতে। তুলোর বলটি হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে সে সব তুলে নিন। যদি দেখেন, তাতেও নোংরা আটকে রয়েছে, তা হলে তুলোর বলগুলি জালিতে ঢুকিয়ে দিতে হবে যতখানি সম্ভব, অথবা ব্রাশ ব্যবহার করতে হবে। তার পর আলতো চাপে বার করে নিতে হবে ময়লাগুলি।

যন্ত্রের জালি থেকে ময়লা বার করার একাধিক উপায় রয়েছে। ছবি: সংগৃহীত।

৩. যদি দেখা যায়, তুলো বা ব্রাশ, কোনও কিছুতেই কাজ হচ্ছে না, তা হলে মাউন্টিং পুট্টি ব্যবহার করতে পারেন ভিতরের ময়লা টেনে বার করে আনতে। পুট্টির আঁকড়ে ধরার ক্ষমতা এ ক্ষেত্রে কাজে আসবে। স্পিকারের গ্রিলের ভিতরে আটকে থাকা কানের খোল বার করা সম্ভব হতে পারে। পুট্টি নরম করে গ্রিলের ভিতরে চেপে বসিয়ে দিয়ে তার পর টেনে ময়লা বার করে আনতে পারেন।

৪. সবশেষে কাঠের টুথপিক দিয়ে ভিতরের ময়লা ধীরে ধীরে বাইরে বার করে আনা যায়। তবে খোঁচানোর ফলে যন্ত্রের যেন কোনও ক্ষতি না হয়।

এয়ারপড্‌স পরিষ্কার করা সময়সাপেক্ষ কাজ নয়। অবহেলা করলে সেটি অকেজো হয়ে যেতে পারে। সঠিক যত্ন নিলে আওয়াজের মানও ভাল থাকবে, চার্জিংয়েও সমস্যা হবে না, টেকসই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement