White Leather

সাদা চামড়ার ব্যাগে ময়লা ছোপ ধরেছে? জল দিলেই বিপদ! কী করে ধবধবে রং ফেরাবেন?

সাদা চামড়ার ব্যাগ ময়লা হলে তা চট করে ওঠে না। আবার এতে সাবানও ঘষা যায় না। তা হলে কোন উপায়ে ব্যাগের জেল্লা ফিরবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:২৯
Share:

সাদা চামড়ার ব্যাগ পরিষ্কার করার উপায়। ছবি: সংগৃহীত।

পোশাক হোক, জুতো কিংবা ব্যাগ— সাদা রংটি দেখতে যত সুন্দর, ততটাই কঠিন তার ঔজ্জ্বল্য বজায় রাখা। তুলে রেখে দিচ্ছেন, যত্ন করছেন, তবু সে জুতো হোক বা ব্যাগ— ময়লা ছোপ ধরেই যায়। শখের সাদা চামড়ার ব্যাগ ময়লা হলে, দাগ হয়ে গেলে কী করে তা তুলবেন?

Advertisement

কাপড়ের ব্যাগ কেচে ফেলা যায়। চামড়ার ব্যাগ যায় না। চামড়ার ব্যাগ যত্নে না রাখলে জেল্লা হারাতে দু’দিনও লাগবে না। প্রথমেই যেটি করতে হবে, সমস্ত জিনিস বার করে ব্যাগ খালি করে নিন।

· প্রথমেই শুকনো কাপড় দিয়ে ব্যাগ ঝেড়ে নিন। আলগা ধুলোবালি বেরিয়ে যাবে। ভ্যাকিউম ক্লিনারও ব্যবহার করা যায়।

Advertisement

· বাজারচলতি চামড়ার ব্যাগ পরিষ্কারের দ্রবণ এবং সাবানও পাওয়া যায়। সেগুলি কিনতে পারেন। কী ভাবে ব্যবহার করতে হবে, সে বিষয়ে নির্দেশিকা দেওয়া থাকবে। এগুলি চামড়ার ক্ষতি না করে পরিষ্কারের জন্য তৈরি হয়। অথবা জলে শ্যাম্পু বা উলের কাপড় কাচার ভাল মানের তরল সাবান গুলে নিন। একটি পরিষ্কার কাপড় সেই সাবান জলে ডুবিয়ে শুকনো করে নিংড়ে নিন। সেটি দিয়ে ব্যাগের ময়লা অংশে আলতো করে ঘষুন। এতে দাগ উঠে যাওয়া উচিত।

· ব্যাগ পরিষ্কারের পরে সেটি হাওয়ায় শুকোতে দিন। সরাসরি ড্রায়ার যন্ত্র ব্যবহার করা ঠিক নয়। চড়া রোদেও রাখলে চামড়ার জেল্লা নষ্ট হতে পারে। ব্যাগ ভাল করে শুকিয়ে নেওয়া জরুরি।

· চামড়ার জন্য বিশেষ ক্রিম এবং কন্ডিশনার মেলে। ব্যাগ যত্নে রাখতে হলে এর কোনওটি ব্যবহার করতে পারেন। অল্প ক্রিম নিয়ে মাইক্রোফাইবার ক্লথের সাহায্যে ব্যাগে ভাল করে মিশিয়ে দিন। কিছুটা মুখে মেকআপ করার মতোই। অনেক সময় চামড়ার ব্যাগ পড়ে থাকলে শক্ত হয়ে যায়, ক্রিম বা কন্ডিশনারের ব্যবহারে সেটি হবে না। আয়ু বাড়বে ব্যগের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement