cleaning hacks

বাড়িতে মাকড়সার উপদ্রব বেড়েছে? বিনা খরচেই কী ভাবে সাফ করবেন ঘর?

ছো়ট-বড় মাকড়সা যখন তখন উঁকি মারতে থাকে বাড়ির বিভিন্ন কোণ থেকে। এমন সমস্যা হলে কী ভাবে তা সামলাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২০:১১
Share:

মাকড়সা তাড়াবেন কী করে? ছবি: শাটারস্টক।

বাড়িতে মাকড়সার উৎপাত বেড়েছে? শৌচালয় থেকে স্টোর রুম— ঘরের বিভিন্ন কোণে জাল বিস্তার করে মাকড়সারা। ছো়ট-বড় মাকড়সা যখন তখন উঁকি মারতে থাকে বাড়ির বিভিন্ন কোণ থেকে। এমন সমস্যা হলে কী ভাবে তা সামলাবেন?

Advertisement

১) ঘর পরিষ্কার রাখুন। ঘরের কোণে ধুলো-ময়লা জমে থাকলে মাকড়সা বেশি আসে।

২) কোথাও একটি মাকড়সার জাল দেখা দিলেও সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলুন। একটি থেকেই আর একটি বেড়ে যাবে।

Advertisement

৩) ঘরে কোথাও মাকড়সা দেখলে জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে তা সারা ঘরে স্প্রে করুন। এতে সমস্যা অনেকটাই কমবে।

৪) মাকড়সা তাড়ানোর আর একটি উপায় হল চক। বিভিন্ন জায়গায় চক দিয়ে গণ্ডী কেটে রাখলে মাকড়সা খুব দ্রুত পালায়।

৫) ঘরের ভিতরে গাছ রাখা থাকলে মাকড়সার উপদ্রব বাড়তে পারে। বেশি মাকড়সা দেখলে কয়েক দিনের জন্য সব গাছ বারান্দায় রাখুন।

৬) মাঝেমধ্যেই জলে ভিনিগার মিশিয়ে ঘরের বিভিন্ন কোণে স্প্রে করুন। তাতে মাকড়সা কম ঢুকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement