Brass Utensils Storing Tips

ঠাকুরের পিতলের বাসন কী ভাবে রাখলে চট করে রং নষ্ট হবে না? বজায় থাকবে জেল্লা

সরস্বতী পুজোর বাসন আবার বাক্সবন্দি হয়ে পড়ে থাকবে। কী ভাবে রাখলে পিতলের বাসনের জেল্লা বজায় থাকবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৩
Share:

পিতলের বাসন কী ভাবে রাখলে দীর্ঘ দিন ভাল থাকবে? ছবি: সংগৃহীত।

সরস্বতী পুজো শেষ। এ বার পিতলের বাসন-কোসন ধুয়েমুছে তোলার পালা। আবার তার প্রয়োজন পড়বে অন্য কোনও পুজোয়। পুজোআচ্চা মিটে গেলে কোনও কোনও বাড়িতে বড় বড় বাসনের ঠাঁই হয় লোহার ট্রাঙ্কে। কোথাও আবার বাঙ্কে তা তুলে দেওয়া হয়। কিন্তু সমস্যা হল বাসন কালো হয়ে যাওয়া নিয়ে। সযত্নে গুছিয়ে না রাখলেই বাতাসের সংস্পর্শে এসে কালো হয়ে যেতে পারে পিতলের বাসন। কী ভাবে রাখলে বাসন ভাল থাকবে?

Advertisement

১. বাতাসের অক্সিজেন, আর্দ্রতায় এই ধরনের ধাতব জিনিস বিক্রিয়া করে। ফলে পিতল কালো হয়ে যায়। শুধু বাসন নয়, পিতলের ঘর সাজানোর জিনিস, মূর্তি, ফুলদানিও সে কারণে খোলা জায়গায় রাখলে ঔজ্জ্বল্য হারায়। বাসন, পুজোর সামগ্রী ভাল করে ধুয়ে মুছে নিতে হবে। তুলে রাখার আগে প্রতিটি বাসন পরিষ্কার কাপড় বা কাগজে মুড়ে নিতে পারেন।

২. পিতল যাতে কালো না হয়ে যায়, সে জন্য এতে পরত দেওয়া যায়। প্রয়োজনে বাসনের দোকানে কথা বলে দেখতে পারেন, এ রকম কোনও পরত দেওয়া যায় কি না। পাশাপাশি, বাসন রাখতে হবে শুকনো কোনও জায়গায়। অনেক বাড়িতে খাটের নীচে পিতলের বাসন রাখার চল রয়েছে। স্যাঁতসেঁতে মেঝে বা ঘরের জন্য পিতলের রং নষ্ট হতে পারে। আর্দ্রতা এড়াতে পিতলের বাসনের মধ্যে প্যাকেটবন্দি সিলিকা জেল রাখতে পারেন।

Advertisement

৩. যে বাক্সে বাসন রাখবেন, সেই বাক্সগুলিও যদি কাগজ দিয়ে মুড়ে দেওয়া যায়, ভাল ভাবে কাপড়চোপড় ঢাকা দিয়ে রাখা যায়, তা হলে কিছুটা হলেও বাতাসের সংস্পর্শ এড়ানো যাবে। পিতলের ছোটখাটো পুজোর সামগ্রী, যেমন প্রদীপ, পিলসুজ ইত্যাদি বায়ুনিরোধী বাক্সে ভরে রাখতে পারেন।

কালো হয়ে গেলে কী উপায়?

এর পরেও যদি বাসন বার করে দেখেন কালো হয়ে গিয়েছে, তেঁতুল, ভিনিগার-বেকিং সোডার মিশ্রণ দিয়ে মেজে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement