কোন ধরনের মাথা যন্ত্রণা হয় আপনার? জেনে নিন কারণ

আপনার কি প্রায়ই মাথা যন্ত্রণা করে? মাথা ব্যথা হলেই মুড়ি, মুড়কির মতো পেন কিলার খেতে শুরু করেন? নাকি কিছু হবে না বলে অবহেলা করেন? এর কোনওটাই কিন্তু ঠিক নয়। কাজের চাপ, স্ট্রেসের কারণে মাথা যন্ত্রণা খুব স্বাভাবিক ব্যাপার হলেও অনেক সময় বড়সড় সমস্যাও ডেকে আনতে পারে এই যন্ত্রণা। জেনে নিন মাথার কোন দিকে ব্যথাকে কী বলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১১:২৭
Share:

আপনার কি প্রায়ই মাথা যন্ত্রণা করে? মাথা ব্যথা হলেই মুড়ি, মুড়কির মতো পেন কিলার খেতে শুরু করেন? নাকি কিছু হবে না বলে অবহেলা করেন? এর কোনওটাই কিন্তু ঠিক নয়। কাজের চাপ, স্ট্রেসের কারণে মাথা যন্ত্রণা খুব স্বাভাবিক ব্যাপার হলেও অনেক সময় বড়সড় সমস্যাও ডেকে আনতে পারে এই যন্ত্রণা। জেনে নিন মাথার কোন দিকে ব্যথাকে কী বলে।

Advertisement

১। সাইনাস: এই ধরনের মাথা ব্যথা শুরু হয় চোখের উপর যন্ত্রণা দিয়ে। তারপর ধীরে ধীরে তা চোখের নীচের দিকে ছড়িয়ে পড়ে।

২। টেনশন: এই ঝরনের যন্ত্রণায় চোখের উপর কপালের অংশ জুড়ে ব্যথা হয়।

Advertisement

৩। মাইগ্রেন: এই ব্যথা মুখের উপরের দিকে থেকে ক্রমশ নীচের দিকে ছড়িয়ে পড়ে।

৪। ক্লাস্টর: এই ব্যথায় কোনও একটা চোখের চারপাশ ঘিরে যন্ত্রণা হয়।

৫। টিএমজে: যদি মাথার উপরের দিকে কানের দু’পাশে যন্ত্রণা হয়।

৬। নেক: মাথার পিছনের দিকে ঘাড়ের উপরের অংশে যন্ত্রণা।

এই ছয় ধরনের যন্ত্রণা স্ট্রেসের কারণে হতে পারে, আবার বড়সড় কোনও সমস্যার প্রাথমিক লক্ষণও হতে পারে।

মস্তিষ্কে রক্তক্ষরণ

অ্যানেরিজম

ব্রেন টিউমর

স্ট্রোকর মত কোনও বড় অসুখের লক্ষণও হতে পারে মাথা যন্ত্রণা। তাই বেশ কিছুদিন ধরে টানা এ রকম মাথা যন্ত্রণা হতে থাকলে অবহেলা না করে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন।

আরও পড়ুন: তিন লাখি চা দিয়ে শুরু হয় নীতা অম্বানির দিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন