Work from home

বাড়ি থেকে কাজের মাঝে ঢুকে পড়ছে সংসারের ভাবনা, সামাল দেওয়ার উপায় আছে

কী ভাবে আলাদা রাখা যাবে ব্যক্তিগতকে? মেনে চলা যায় কয়েকটি নিয়ম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৭:৪৭
Share:

কাজের মাঝে আর কিছু নয়। ফাইল চিত্র

বাড়িতেই সব। গত বছর থেকে এমনই চলছে দিকে দিকে। করোনা পরিস্থিতি যত কঠিন হচ্ছে, ততই বাড়ছে বাড়ি থেকে কাজের অভ্যাস। কিন্তু তার মধ্যে বারবার একটাই কথা উঠছে। তা হল, কর্মজীবন এবং ব্যক্তিগতের মধ্যে কোনও বিভাজন থাকছে না। কাজ ঢুকে পড়ছে ব্যক্তিগত পরিধিতে, আবার সংসারের রোজনামচার প্রভাব পড়ছে কাজে। ফলে অস্থির হয়ে উঠছে মন।

Advertisement

এই পরিস্থিতিতে কী ভাবে আলাদা রাখা যাবে ব্যক্তিগতকে? মেনে চলা যায় কয়েকটি নিয়ম।

কাজের সময়

Advertisement

কাজ হোক সময় ধরেই। অফিসে গেলে যেমন ভাবে হয়, তেমনই। সকাল থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে কাজ করতে থাকলে, কাজের মধ্যে ঢুকে আসবেই সংসারের খুঁটিনাটি।

কাজের মাঝে অন্য কিছু

অফিসের কাজের মাঝে বাকি আর কিছুই করা চলবে না। খাওয়াদাওয়ার জন্য সময় বার করতে হলেও মাথায় রাখা জরুরি, যাতে তা-ও হয় নিয়ম মতেই। অফিসে গিয়ে কাজ করলে যেমনটা হত, তেমন।

বিশ্লেষণ

যদি তাতেও কাজ না হয়, তবে সমস্যাটা বিশ্লেষণ করা প্রয়োজন। ঠিক কী কারণে কাজের ব্যাঘাত ঘটছে, কোথায় সময় নষ্ট হচ্ছে, তা বুঝতে হবে। অসুবিধার জায়গাগুলো আলাদা ভাবে চিহ্নিত করে নিলেই এগিয়ে চলা কঠিন নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন