mosquitoes

প্রাকৃতিক উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মশার ওষুধ

মশা তাড়ানোর কিছু উপায় বাড়িতেই পেয়ে যাবেন। কী ভাবে বানাবেন মশার ওষুধ, জেনে নিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৭:৪০
Share:

মশা তাড়ানোর ব্যবস্থা করা যায় বাড়িতেই। ফাইল চিত্র

চারদিকে বাড়ছে রোগ। সংক্রামক রোগের শেষ নেই। করোনার পাশাপাশি সতর্ক থাকতে হবে মশা-মাছি দ্বারা সংক্রমিত রোগ থেকেও। মশা তাড়ানোর কিছু উপায় বাড়িতেই পেয়ে যাবেন। কী ভাবে বানাবেন মশার ওষুধ, জেনে নিন।

Advertisement

নিম তেল

নারকেল তেলের সঙ্গে নিমের তেল মিশিয়ে রাখুন। এই মিশ্রণটা গায়ে লাগালে মশা দূরে থাকবে। নিমের বিভিন্ন গুণের মধ্যে একটি অন্যতম গুণ হল, তা মশা দূর করতে সাহায্য করে।

Advertisement

পিপারমিন্ট তেল

পিপারমিন্টও মশা তাড়াতে সাহায্যে করে। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে রাখুন। এই মিশ্রণ ঘরের কোণে স্প্রে করলে মশার উপদ্রব কমবে। এতে অবশ্য শুধু মশা নয়, অন্য পোকামাকড়ও কমবে।

টি ট্রি তেল

টি ট্রি তেলের তীব্র গন্ধে মশারা দূরে থাকে। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গায়েও লাগাতে পারেন। কোনও রকম ফোলা ভাব বা ইনফেকশন হওয়ার আশঙ্কা কমবে।

লেবুর তেল

ইউক্যালেপটাস তেলের সঙ্গে লেবুর তেল মেশালে মশা-মাছি, পোকামাকড় তাড়ানোর চমৎকার ওষুধ তৈরি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন