Year End Special

বছরশেষে বাড়িতেই ‘ডেট নাইট’? মজার ছলেই রোমান্সে দিন পাঁচ-ফোড়ন

পুরনো সম্পর্কে উষ্ণতা ফেরাতে একে অপরকে সময় দেওয়া ভীষণ জরুরি। বছরের শেষ রাতে প্রিয়জনের জন্য খানিকটা সময় বার করে বাড়িতেই সেরে ফেলতে পারেন ডেটের পরিকল্পনা। কিন্তু বাড়িতে আদৌ কি সেই আমেজ আসবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৯
Share:

বছরশেষে শুধু ‘তুমি আর আমি’। ছবি: এআই।

বছর শেষ হতে আর মাত্র ক’টা দিন বাকি। অনেকেই ইতিমধ্যেই বর্ষবরণের পরিকল্পনা সেরে ফেলেছেন। অনেকেই বাইরে ভিড় ঠেলে খাওয়াদাওয়া, ছবি দেখা, ক্লাবে নাচানাচি করার চেয়ে বাড়িতেই নিজস্ব পরিসরে প্রিয়জনকে নিয়ে নতুন বছরটা উদ্‌যাপন করতে ভালবাসেন। পুরনো সম্পর্কে উষ্ণতা ফেরাতে একে অপরকে সময় দেওয়া ভীষণ জরুরি। বছরের শেষ রাতে প্রিয়জনের জন্য খানিকটা সময় বার করে বাড়িতেই সেরে ফেলতে পারেন ডেটের পরিকল্পনা। কিন্তু বাড়িতে আদৌ কি সেই আমেজ আসবে?

Advertisement

সবার আগে ডেটের পরিবেশে তৈরি করুন

সঙ্গীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে বাড়ির ভোল পাল্টে ফেলুন। অন্দরসজ্জায় আনুন প্রেমের ছোঁয়া। লাল কিংবা গোলাপি পর্দা, সুগন্ধি মোমবাতি, কয়েকটি গোলাপ আর আলোর রোশনাই— এতেই জমে যাবে সন্ধ্যা।

Advertisement

মায়াবী পরিবেশ তৈরি করতে বড় বাতিগুলি নিভিয়ে রাখুন। সুগন্ধি মোমবাতির সুগন্ধ আর টুনির আলোয় বাড়ির পরিবেশে‌ও আসবে প্রেমের ছোঁয়া। অর্কিড আর গোলাপ দিয়ে টেবিলটি সাজাতে পারেন। সোফা এবং কুশনের ঢাকাতেও লালের ছোঁয়া থাকুক। পর্দার সাজেও পরিবর্তন আনুন। লাল, গোলাপি আর সাদা এক রঙের পর্দা লাগাতে পারেন। কিংবা হালকা রঙের ফ্লোরাল প্রিন্টের পর্দা ব্যবহার করলেও মন্দ লাগবে না।

ডেট নাইটে মজাদার কী কী করতে পারেন?

১) আপনার প্রিয় মানুষটি খেতে বড্ড ভালবাসেন? আবদার মেটাতে বাড়িতেই বানাচ্ছেন হরেক রকম পদ। খুব ভাল হয়, যদি দু’জনে মিলেই মজার ছলে রান্না করতে পারেন। একে অপরের পছন্দের পদগুলি রেঁধে ফেললে কিন্তু বেশ ভাল হয়। কেবল খাবার বানালেই হল না, সুন্দর করে পরিবেশন করাও জরুরি। খাওয়ার টেবিলের সজ্জায় পরিবর্তন আনুন। টেবিল ঢাকুন লাল রঙের কাপড়ে। উপরে রাখুন একটি মোমদানি। আর ফুলদানিতে রাখুন কয়েকটি গোলাপ। খাবার পরিবেশনের জন্য সে দিন চিনেমাটির বাসন ব্যবহার করতে পারেন।

২) ডেটিং-এর আমেজ আরও ভাল করে তুলতে রোম্যান্টিক গানের ব্যবস্থা করলেও মন্দ হবে না। কথার শেষে না হয় গানের তালে একে অপরের সঙ্গে নাচ করে নিলেন খানিকক্ষণ। মন ও মেজাজ চাঙ্গা করতে গান কিন্তু ভীষণ উপকারী। খেলতে পারেন হেডফোন গেমও। ডেট নাইটে দু’জনে একটু না হয় একটু ছেলেবেলায় ফিরে গেলেন। গান গাইতে ভালবাসলে ‘ক্যারাওকে নাইট’-এর ব্যবস্থা করতে পারেন।

প্রিয়জনের সঙ্গে বছর শেষের পরিকল্পনা। ছবি: সংগৃহীত।

৩) ডেটের দিন একটা ভাল ছবি কিংবা ওয়েব সিরিজ় দেখেও পরস্পরের সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন। তবে ছবি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকবেন। দু’জনের পছন্দের একটি বিষয় ছবি বাছাই করুন। মাটিতে একটা ম্যাট কিংবা গদি পেতে তার উপরে বাহারি কভার আর ছোট বড় নানা মাপের বালিশ ছড়িয়ে নিন। সিনেমা দেখার সময় পপকর্ন, নাচোজ় আর নরম পানীয়ের ব্যবস্থা করতে ভুলবেন না যেন।

৪) শেষ কবে একে অপরকে চিঠি লিখেছিলেন, মনে আছে? ব্যস্ততার যুগে চিঠি লেখার অবকাশ কোথায়? ডেট নাইটেই করে ফেলুন সেই ব্যবস্থা। হাতে সময় নিয়ে একে অপরের জন্য মনের কোঠরে জমে থাকা অনুভূতিগুলি লিখে ফেলুন সাদা কাগজে। তার পরে একে অপরের সামনেই সেই চিঠি পড়ুন। পরস্পরের কাছে আসতে এই টোটকা কিন্তু ভীষণ কাজের।

৫) সিনেমা শেষে মোমবাতি জ্বেলে রাতের খাওয়া সারতে পারেন। পছন্দের খাবার, সঙ্গে মোমের আলোছায়া, ওয়াইন আর প্রিয় মনুষটির সঙ্গ— আর কী চাই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement