home tips

বাড়িতে কাঠের পুরনো আসবাব ভর্তি? জেনে রাখুন ছারপোকার উপদ্রব ঠেকিয়ে রাখার কৌশল

চোখের আড়ালে কখন ঘুণপোকা কাঠের আসবাবে ডেরা বাঁধে, তা বোঝা মুশকিল। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে এই সমস্যার মোকাবিলা করা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬
Share:

কাঠের আসবাবের যত্নআত্তি। ছবি: সংগৃহীত।

কেউ অন্দরসজ্জার শোভা বৃদ্ধি করতে কেউ আবার স্মৃতির কথা মাথায় রেখে ঠাকুরমা-দাদুর আমলের পুরনো কাঠের আসবাব সযত্নে বাড়িতে রেখে দেন। তবে কাঠের পুরনো খাট, আলমারি বাড়িতে থাকলেই সারা ক্ষণ ভয়ে থাকেন অনেকে, এই বুঝি ছাড়পোকার উপদ্রব শুরু হল! কেবল পুরনো নয়, সদ্য কেনা কাঠের আলমারিতেও ঘুণপোকা ধরতে পারে। চোখের আড়ালে কখন ঘুণপোকা কাঠের আসবাবে ডেরা বাঁধে, তা বোঝা মুশকিল। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে এই সমস্যার মোকাবিলা করা যায়।

Advertisement

বাড়িতে পুরনো আসবাব রাখতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?

১) আসবাবপত্রের গায়ে ছোট ছিদ্র বা ফাটলের মধ্যে পোকামাকড়েরা বাসা বাঁধে। তাই পুরনো বা নতুন আসবাবে এমন কোনও গোপন কুঠুরি আছে কি না, তা খেয়াল করুন। থাকলে আগে সেগুলি বুজিয়ে ফেলার ব্যবস্থা করুন।

Advertisement

২) হাতে সময় কম। তাই খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। নিয়মিত শুকনো কাপড় দিয়ে কাঠের আসবাব মুছলেও কাজ হবে। তবে কাঠের কোনও আসবাব ভিজে কাপড় দিয়ে মোছা যাবে না।

৩) পুরনো কাঠের আসবাবপত্র দিনের পর দিন ভাল রাখতে হলে বছরে অনন্ত এক বার পলিশ করাতেই হবে। কাঠের আসবাবের উপর সাধারণত বার্নিশজাতীয় রাসায়নিকের পরত দেওয়া হয়। এই উপাদানের ঝাঁঝালো গন্ধের জন্যই পোকামাকড় দূরে থাকে। গন্ধের রেশ কেটে গেলে কিন্তু আবার পোকামাকড় আসতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement