Home hacks

বর্ষায় আলমারিতে রাখা সিল্কের শাড়িগুলিতে ছাতা পড়তে পারে, কী ভাবে করবেন যত্নআত্তি

সিল্কের শাড়ি দু-এক বার পরার পরেই তো কাচতে দেওয়া যায় না। তাই নিয়ম করে কিছু দিন অন্তর আলমারি থেকে বার করে শাড়িগুলি রোদে দেওয়া ভীষণ জরুরি। তবে বর্ষার মরসুমে সেই সুযোগ নেই। জেনে নিন, এই মরসুমে সাধের সিল্ক শাড়িগুলির যত্ন নিতে কী কী করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:২৩
Share:

বর্ষায় সিল্কের শাড়িগুলির চাই বাড়তি যত্ন। ছবি: সংগৃহীত।

বর্ষাকালে অনেক সময়ই আলমারি খুললে প্রথমেই একটা ভ্যাপসা গন্ধ যেন নাকে আসে। আলমারি জুড়ে রয়েছে সিল্ক শাড়ির সম্ভার। সেখানে হাল ফ্যাশনের ডোপিয়ান, মঙ্গলগিরি, অরগ্যানজ়া যেমন রয়েছে, তেমনই শোভা বাড়াচ্ছে নকশাদার বেনারসি, কাঞ্জিভরম এবং স্বর্ণচরিও। এই ধরনের শাড়ি দু-এক বার পরার পরেই তো কাচতে দেওয়া যায় না। তাই নিয়ম করে কিছু দিন অন্তর আলমারি থেকে বার করে শাড়িগুলি রোদে দেওয়া ভীষণ জরুরি। তবে বর্ষার মরসুমে সেই সুযোগ নেই। জেনে নিন, এই মরসুমে সাধের সিল্ক শাড়িগুলির যত্ন নিতে কী কী করবেন।

Advertisement

১) সিল্ক শাড়ি এক বার পরেই তো আর ধোয়া যায় না। তবে কোনও কারণে শাড়ি ভেজা থাকলে সেই শাড়ি আলমারিতে তুলে রাখবেন না যেন। শাড়ি পরার পর সেটিকে বারান্দায় এ দিন শুকতো দিন। ঘামের ভিজে ভাব পুরোপুরি শুকিয়ে গেলে তবেই সেই শাড়ি আলমারিতে তুলুন। ভিজে শাড়ি আলমারিতে তুললে শাড়িতে ছাতা পড়তে পারে।

২) কোনও সিল্কের শাড়ি আলমারিতে ঝুলিয়ে রাখবেন না। কোনও সুতির কাপড়ে কিংবা কাগজে মুড়ে, তার পরে আলমারিতে তুলুন শাড়িগুলি। পুরোপুরি বন্ধ করা প্লাস্টিকের শাড়ির কভার ভুলেও ব্যবহার করবেন না।

Advertisement

৩) সিল্কের শাড়ি আলমারিতে রাখার সময় ন্যাপথলিনের বল রাখতে পারেন। তার চেয়েও ভাল হয়, যদি শুকনো নিমপাতা রাখতে পারেন। অনেক সময় জুতোর বাক্সে কিছু সিলিকা জেলের প্যাকেট দেওয়া হয়। সেগুলি ফেলে না দিয়ে আলমারিতে রাখুন। বদ্ধ জায়গার আর্দ্রতা কমাতে সাহায্য করবে।

৪) যে সব শাড়িতে জরির কাজ আছে, সেগুলি উল্টো করে ভাঁজ করুন। জরি ভাল থাকবে। প্রতি দু’তিন মাস অন্তর সিল্কের শাড়ির ভাঁজ বদলান।

৫) বর্ষায় আর্দ্রতার প্রকোপ থেকে সিল্ক শাড়িগুলিকে বাঁচাতে একটি বাটিতে খানিকটা বেকিংসোডা নিয়ে আলমারির ভিতর রেখে দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement