How to Remove Food Stain

সাদা পাঞ্জাবিতে পুজোর ভোগের দাগ লাগলে, তা তুলবেন কী ভাবে, কোন কৌশল কাজ করবে?

সরস্বতীপুজোয় খিচুড়ি-লাবড়া খেতে গিয়ে সাদা পাঞ্জাবিতে খাবার পড়লেই ঝামেলা। দাগ তোলা কঠিন। তবে কড়া দাগ তোলার কৌশল জানলে, কাজ সহজ হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২০:১০
Share:

পাঞ্জাবিতে খাবার পড়লে সেই দাগ তুলবেন কী ভাবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

শখ করে কেনা সাদা পোশাক যত সাবধানে পরা হোক না কেন, দাগ লেগে যেতে পারে যে কোনও সময়েই। সরস্বতীপুজোয় খিচুড়ি-লাবড়া খেতে গিয়ে তো হামেশাই এমন ঘটে। সাদা পোশাকে যদি খাবারের দাগ লাগে, তবে তা তোলা বেশ কঠিন। দাগ না ওঠা মানে, পোশাকটাই চলে যাওয়া বাতিলের খাতায়। তেমনটা যাতে না হয়, সে জন্য কী করা জরুরি?

Advertisement

১. খাবারের দাগ লাগলে, তড়িঘড়ি সেই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে। ভাল হয় যদি রুমাল ভিজিয়ে নিংড়ে যে জায়গায় খাবার পড়েছে সেটি মুছে ফেলা যায়।

২. অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পরেই সময় নষ্ট না করে সাদা ভিনিগার এবং সম পরিমাণ জল মিশিয়ে তার মধ্যে জামার দাগ লাগা অংশটি ১৫-৩০ মিনিট ডুবিয়ে রাখুন।

Advertisement

৩. মৃদু কোনও সাবান জলে গুলে নিয়ে আধ ঘণ্টা পোশাকটি ভিজিয়ে রাখুন। যে জায়গায় দাগ হয়েছে সেই জায়গাটি সাবান জলে ভেজানোর পরে হাত দিয়ে ভাল করে রগড়ে দিন। এতেই দাগ উঠে যাওয়ার কথা।

সাদা পোশাকে দাগ উঠতে না চাইলে আরও একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। এক মগ ঠান্ডা জলে ১ টেবিল চামচ সাদা ভিনিগার, ১ টেবিল চামচ বেকিং সোডা এবং সামান্য হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিতে পারেন। সেই মিশ্রণটি দাগের উপর কোনও নরম ব্রাশের সাহায্যে ঘষতে পারেন। তবে সাদা সুতির পোশাকেই তা চলবে। উল বা সিল্কের পোশাকে এমনটা করলে সেটি নষ্ট হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement