ঢাকাই শাড়ির যত্ন নেওয়ার জন্য কি বিশেষ নিয়ম আছে? পুজোয় ঢাকাই জামদানি কিনলে তা রাখবেন কী ভাবে?

পুজোর কেনাকাটা করতে বেরিয়ে ঢাকাই জামদানি কিনেছেন কি? বাঙালি দুর্গাপুজোর শাড়ি কিনতে বেরোলে একটি জামদানি শাড়ি কিনবেন না, এমন খুব কমই ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬
Share:

ছবি : সংগৃহীত।

বাঙালি দুর্গাপুজোর শাড়ি কিনতে বেরোলে একটি জামদানি শাড়ি কিনবেন না, এমন খুব কমই ঘটে। ইদানীং অবশ্য নানা ধরনের মেশিন জামদানি, সিন্থেটিক সুতোর জামদানি শাড়ি বেরিয়েছে। তবে বাংলার তাঁতে বোনা জামদানি শাড়ি কিংবা ঢাকার আসল হাতে বোনা জামদানি শাড়ির যে গ্ল্যামার, তা মেশিনে বোনা জামদানি শাড়িতে কোথায়। তবে ওই সব শাড়ি যেমন পরলে সুন্দর দেখতে লাগে, তেমনই তার যত্নও নিতে হয় খেয়াল করে। তারই কিছু সহজ উপায় নিচে দেওয়া হলো:

Advertisement

​১. সঠিকভাবে সংরক্ষণ করুন:

​শাড়ি পরার পর ভাঁজ করে ঝুলিয়ে না রেখে একটি সুতির কাপড়ে মুড়ে রাখুন। এতে শাড়িতে ভাঁজের দাগ পড়বে না।

Advertisement

​শাড়ির ভাঁজে ন্যাপথলিন বা নিম পাতা দিয়ে রাখতে পারেন। এতে পোকার আক্রমণ থেকে শাড়ি বাঁচবে। তবে ন্যাপথলিন সরাসরি শাড়িতে রাখবেন না, একটি কাগজে মুড়ে রাখবেন।

​শাড়িটি মাঝে মাঝে বের করে বাতাসে রাখুন। এতে শাড়িতে কোনো গন্ধ হবে না এবং কাপড়ের মান ভালো থাকবে।

​২. পরিষ্কার করার পদ্ধতি:

​ঢাকাই শাড়ি কখনোই ওয়াশিং মেশিনে দেবেন না। এতে শাড়ির সুতা নষ্ট হয়ে যায়।

​বাড়িতে পরিষ্কার করতে চাইলে শ্যাম্পু বা মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন।

​অল্প ঠান্ডা জলে শ্যাম্পু মিশিয়ে শাড়িটি মিনিট ১৫ ভিজিয়ে রাখুন। তারপর আলতো করে ধুয়ে নিন। শাড়ি অতিরিক্ত ঘষা বা মোচড়ানো থেকে বিরত থাকুন।

​ধোয়ার পর শাড়িটি সরাসরি রোদে না শুকিয়ে, হাওয়া চলাচল করে এমন জায়গায় হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকিয়ে নিন।

​৩. দাগ লাগলে কী করবেন:

​যদি শাড়িতে কোনো দাগ লাগে, তবে তা শুকিয়ে যাওয়ার আগে পরিষ্কার করার চেষ্টা করুন।

​তেল বা চর্বির দাগ লাগলে সঙ্গে সঙ্গে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন। এটি তেল শুষে নিতে সাহায্য করবে। তারপর সাবান জল দিয়ে আলতো করে ধুয়ে নিন।

​কঠিন দাগের জন্য বাড়িতে কোনো রাসায়নিক ব্যবহার না করে ভালো ড্রাই ক্লিনিংয়ে দিতে পারেন।

​এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার প্রিয় ঢাকাই শাড়িটি দীর্ঘদিন নতুনের মতো থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement