Lemon Peel for Gardening

লেবুর খোসা না ফেলে ৫ কৌশলে বাগানের কাজে ব্যবহার করুন, ফলন ভাল হবে, সৌন্দর্যও বাড়বে

লেবুর খোসা ত্বকচর্চা থেকে গৃহস্থালির কাজ, নানা সমস্যার সমাধানেই কাজে আসতে পারে। আপনার বাড়ির শখের বাগানের জন্য লেবুর খোসা বিশেষ ভাবে উপকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৯:৫৪
Share:

বাগানের কাজে আসতে পারে লেবুর খোসা। ছবি: সংগৃহীত।

রস বার করে নেওয়ার পর লেবুর প্রয়োজনীয়তা ফুরোয় না। লেবুর খোসা ত্বকচর্চা থেকে গৃহস্থালির কাজ, নানা সমস্যার সমাধানেই কাজে আসতে পারে। আপনার বাড়ির শখের বাগানের জন্য লেবুর খোসা বিশেষ ভাবে উপকারী! প্রথমত, খরচের হাত থেকে বাঁচবেন, উপরন্তু বাগানের ফলনকেও রক্ষা করতে পারবেন।

Advertisement

বাগানে লেবুর খোসা ব্যবহার করলে কী কী ভাবে উপকৃত হবেন? কোন কৌশলে ব্যবহার করবেন?

কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করা: লেবুর খোসায় থাকে প্রাকৃতিক অ্যাসিড। যার ফলে পোকামাকড়ের হাত থেকে তা মুক্তি দেয় গাছপালাকে। কীটপতঙ্গ নাশক স্প্রে তৈরি করতে লেবুর খোসা ব্যবহার করে দেখুন। লেবুর ছ’টি খোসা ৪ কাপ জলে সেদ্ধ করুন এবং সারা রাত ভিজিয়ে রাখুন। পর দিন সেই তরল একটি স্প্রে বোতলে ঢেলে দিন। এতে পুদিনাপাতাও যোগ করতে পারেন। তাতে আরও তীব্র গন্ধ তৈরি হবে। যাতে পোকা কাছে ঘেঁষবে না।

Advertisement

বাগানের মাটির জন্য লেবুর খোসা উপকারী। ছবি: সংগৃহীত।

মাটির অম্লতা বৃদ্ধি করা: লেবুর খোসার সাইট্রিক অ্যাসিড কম্পোস্টে যোগ করলে মাটির অম্লতা বৃদ্ধি পেতে পারে। অথবা খোসা শুকিয়ে গুঁড়ো করে সরাসরি মাটিতে মিশিয়ে দিতে পারেন।

মাটিতে সার: লেবুর খোসার ভিটামিন এবং পুষ্টিগুণ ব্যবহার করে আপনার বাগানের স্বাস্থ্য উন্নত করতে পারেন। খোসাগুলি কয়েক দিন জলে ভিজিয়ে রেখে ছেঁকে নিন। তার পর সেই জল মাটিতে সার হিসেবে প্রয়োগ করুন।

বাগানের সরঞ্জাম পরিষ্কার রাখা: বাগানের সরঞ্জাম পরিষ্কার রাখলে রোগের বিস্তার কমবে গাছপালায়। লেবুর খোসার প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড দিয়ে বাগানের জিনিস পরিষ্কার করতে পারেন। সরঞ্জামগুলি ধুয়ে শুকোনোর আগে লেবুর খোসা দিয়ে ঘষে ঘষে নোংরা তুলতে পারেন।

প্রজাপতির আকর্ষণ বাড়ানো: বাগানে লেবুর খোসা রাখলে প্রজাপতি আকৃষ্ট হবে বাগানের প্রতি। আর তাতে পরাগমিলন হওয়ার সম্ভাবনা বাড়বে। বাগান জুড়ে লেবুর খোসা রাখুন। তাতেই উপকার পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement