কালো কাপড় কাচার নিয়ম। ছবি: সংগৃহীত।
সাদা কাপড়ে দাগ পড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন? ছোপ তোলা কষ্টসাধ্য মনে হয়? কম যায় না কালো জামাও। কখনও খাবার বা পানীয়ের দাগ, কখনও সুগন্ধি বা জলের ছোপ। তা ছাড়া অন্য রঙের সুতো বা তুলো কালো কাপড়ে আটকে থাকে। কুচকুচে রং ফেরানো তখন দুষ্কর হয়ে ওঠে। কালো রং নষ্ট হয়ে যেতে বেশি সময় লাগে না। ফলে সে কাপড়ের উপযোগিতাই শূন্যে পৌঁছে যায়। কালো কাপড়ের উপর দাগ চোখেও পড়ে বেশ স্পষ্ট ভাবে। তবে কালো পোশাক থেকে ছোপ দূর করা অসম্ভব নয়। কয়েকটি ঘরোয়া পন্থা প্রয়োগ করে দেখা যেতে পারে। হেঁশেলের সাহায্য নেওয়া যেতে পারে এ ক্ষেত্রে।
কয়েকটি টিপ্স মাথায় রাখলে কালো কাপড় থেকে দাগ তোলার কাজ খানিক সহজ হয়ে যেতে পারে—
১. গোটা লেবু অর্ধেক করে কেটে নিয়ে দাগের অংশে ঘষে নিন। ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। অথবা দাগের অংশে লেবুর রস ঢেলে হাত দিয়ে বা খুব হালকা ব্রাশ দিয়ে ঘষে নিন। এর ফলে ফাইবারের ভিতর থেকে দাগ উঠে আসতে পারে। রংও নষ্ট হয় না।
২. ওয়াশিং মেশিনে জামা ধোয়ার সময়ে অল্প এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল ফেলে দিন। পরিমাণ মতো ডিটারজেন্টও দিতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েল কালো কাপড় থেকে সুতো বা তুলো আলগা করে দিতে সক্ষম।
৩. জল ব্যবহারের সময়ে মনে রাখবেন, ইষদুষ্ণ জল দিলে কালো কাপড় বেশি ভাল পরিষ্কার হবে। সরাসরি সূর্যের আলোয় শুকোতে না দেওয়াই ভাল। এতে রং উঠে যাওয়ার ঝুঁকি থাকে। ছায়ায় রাখলে রং টেকসই হয়।
৪. পরিষ্কার করার আগে সব সময়ে পোশাকের লেবেল পড়ে নিতে হবে। প্রতিটি কাপড় ধোয়ার পদ্ধতি ভিন্ন হয়। কী ধরনের ডিটারজেন্ট, কেমন জল, সপ্তাহে কত বার ধোয়া যাবে— এই সমস্ত বিষয়ে আলাদা নিয়ম থাকে। সেগুলি না মানলে কাপড়ের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে।