হার্টের রোগ নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ

ভারতে গত ৬০ বছরের সমীক্ষায় ধরা পড়েছে করোনারি হার্ট ডিজিজ়ের এই বৃদ্ধি। যার মূল কারণ হিসেবে চিকিৎসকেরা ধূমপান, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪১
Share:

ভারতে গত ৬০ বছরের সমীক্ষায় ধরা পড়েছে করোনারি হার্ট ডিজিজ়ের এই বৃদ্ধি। ছবি: রয়টার্স।

করোনারি হার্ট ডিজিজ়ের কারণে এ দেশে মৃতের সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। ‘দ্য রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া’র পরিসংখ্যান বলছে, ২০০১-’০৩ সালের মধ্যে সারা দেশে মোট মৃত্যুর ১৭ শতাংশের কারণ ছিল এই রোগ। বড়দের মধ্যে মৃত্যুর হার ২৬ শতাংশ। ২০১০-’১৩ সালের মধ্যে যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২৩ শতাংশ এবং ৩২ শতাংশ।

Advertisement

ভারতে গত ৬০ বছরের সমীক্ষায় ধরা পড়েছে করোনারি হার্ট ডিজিজ়ের এই বৃদ্ধি। যার মূল কারণ হিসেবে চিকিৎসকেরা ধূমপান, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন। ২৯ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড হার্ট ডে’ উপলক্ষে এ বার এই রোগের সচেতনতায় এগিয়ে এল শহরের এক বেসরকারি হাসপাতাল। এই রোগের প্রতিরোধে বিশেষ এক প্রকল্পের সূচনা হল। যার ব্যয়ভার বহন করা হবে সংস্থার বাণিজ্যিক সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে, এমনটাই জানালেন রুবি জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার (অপারেশনস) শুভাশিস দত্ত।

সাধারণ রোগীদের কথা ভেবে তৈরি এই প্রকল্পে থাকবে স্বাস্থ্যকর খাদ্যের তালিকা, ফিজ়িয়োথেরাপিস্ট নির্ধারিত ব্যায়াম, চিকিৎসকের পরামর্শ প্রভৃতি। এই উপলক্ষে এক আলোচনায় উপস্থিত ছিলেন সুনীপ বন্দ্যোপাধ্যায়, তন্ময় মাজি, এস বি ভট্টাচার্য, শঙ্খদীপ প্রামাণিকের মতো হৃদ্‌রোগ চিকিৎসকেরাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন