আন্ত্রিকে আক্রান্ত আরও এক, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বনপুরার আরও এক জন আন্ত্রিকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য দফতরের অবশ্য দাবি, আক্রান্তের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। উদ্বেগের কিছু নেই। দিন কয়েক আগে শালবনির সোনাকোড়ায় আন্ত্রিকের প্রকোপ দেখা দেয়। আক্রান্ত হন বেশ কয়েকজন। এলাকায় যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৪:০২
Share:

বনপুরার আরও এক জন আন্ত্রিকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য দফতরের অবশ্য দাবি, আক্রান্তের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। উদ্বেগের কিছু নেই। দিন কয়েক আগে শালবনির সোনাকোড়ায় আন্ত্রিকের প্রকোপ দেখা দেয়। আক্রান্ত হন বেশ কয়েকজন। এলাকায় যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। পরে এলাকায় সচেতনতা সভাও হয়। দেখা যায়, গ্রামবাসীরা মূলত কুয়োর জলের উপরই নির্ভরশীল। অধিকাংশ কুয়োর জলই ব্যবহারের অনুপযুক্ত। এরপরই দূষিত কুয়োর জল শোধন করার কাজ শুরু হয়। এর রেশ কাটতে না কাটতেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরায় আন্ত্রিকের প্রকোপ ছড়ায়। শুরুতে দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এ দিন আরও এক জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। জেলার উপ- মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, “ওই এলাকায় মেডিক্যাল টিম রয়েছে। জল শোধনের কাজ চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। চিন্তার কিছু নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন