পিঁপড়ের জ্বালায় অতিষ্ঠ? আপনার জন্য রইল ৬ ঘরোয়া টোটকা

পিঁপড়ের বাড়াবাড়িটা একদমই ছিল না। যেই না গরম পড়ল ব্যস অমনি শুরু। খাবার তো ছেড়েই দিন। স্বাদহীন, গন্ধহীন জলকেও ছেড়ে কথা বলে না এরা! সব জায়গায় পিঁপড়েদের উৎপাত। সত্যিই বড্ড বাড়াবাড়ি বলুন। এই বাড়াবাড়ি থেকে মুক্তি পেতে চাইলে ট্রাই করুন এই ঘরোয়া উপায়গুলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন‌

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১০:০২
Share:

এত দিন বেশ ভাল ছিল বলুন। কাঠ ফাটা গরম ছিল না। ঘামে সপসপে হতে হত না। সকালে করে বেরনো মেক আপটাও রাত পর্যন্ত একদম পারফেক্ট থাকত। আর? আর নিশ্চিন্তে খাবার টেবিলের উপরে ঢেকে রাখা যেত। পিঁপড়ের বাড়াবাড়িটা একদমই ছিল না। যেই না গরম পড়ল ব্যস অমনি শুরু। খাবার তো ছেড়েই দিন। স্বাদহীন, গন্ধহীন জলকেও ছেড়ে কথা বলে না এরা! সব জায়গায় পিঁপড়েদের উৎপাত। সত্যিই বড্ড বাড়াবাড়ি বলুন। এই বাড়াবাড়ি থেকে মুক্তি পেতে চাইলে ট্রাই করুন এই ঘরোয়া উপায়গুলি।

Advertisement

আরও পড়ুন: চান বা না চান ৩০ বছর বয়স হলে এগুলো আপনার সঙ্গে ঘটবেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement