কনভার্সের পাশে দু’টো ফুটো, বল পয়েন্ট কলমের ঢাকনার ওপর ছোট ফুটো বা বিমানের জানলায় ফুটো কেন থাকে জানেন? রোজকার জীবনের এই সব ছোটখাট ব্যাপার নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু জানেন কি এগুলোর সব কিছুরই রয়েছে বিভিন্ন ব্যবহার? জেনে নিন কেন থাকে এগুলো।
আরও পড়ুন: ভরপেট খাবার খেয়ে যে কাজগুলো কখনওই করবেন না