Lifestyle News

বাড়িতেই বানান অরগ্যানিক আন্ডার আই ক্রিম

বয়স ৩৫ পেরোলেই ছাপ পড়তে থাকে ত্বকে। নিয়মিত স্ট্রেস ও খাওয়া দাওয়ার অনিয়মের সঙ্গে স্বাভাবিক ভাবে বয়স বাড়তে থাকলে তার ছাপ দেখা যায় চোখের চারপাশে। ফোলা ভাব, বলিরেখা দেখা দিলে বয়স্ক দেখায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১৭:২৬
Share:

বয়স ৩৫ পেরোলেই ছাপ পড়তে থাকে ত্বকে। নিয়মিত স্ট্রেস ও খাওয়া দাওয়ার অনিয়মের সঙ্গে স্বাভাবিক ভাবে বয়স বাড়তে থাকলে তার ছাপ দেখা যায় চোখের চারপাশে। ফোলা ভাব, বলিরেখা দেখা দিলে বয়স্ক দেখায়। বিভিন্ন বাজারচলতি আন্ডারআই ক্রিম ব্যবহার করলে অনেক সময়ই তা বিশেষ লাভজনক হয় না। বরং বাড়িতেই বানিয়ে নিন অরগ্যানিক আন্ডারআই ক্রিম। আর সমাধান করুন বলিরেখা সমস্যার।

Advertisement

কেন চোখের কোলে বলিরেখা দেখা দেয়?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে কিছু পরিবর্তন হয়।

Advertisement

১। কোষ বিভাজন ধীর গতিতে হতে থাকে। ফলে ডারমিস স্তর পাতলা হয়ে আসে।

২। ত্বকের সবচেয়ে গভীরের স্তর ঝুলে পড়ায় অন্য স্তরের ওপরও তার প্রভাব পড়ে।

৩। তৈল গ্রন্থি শুকিয়ে যেতে থাকে। ফলে ত্বক প্রয়োজনীয় তেল পায় না।

কী ভাবে ঠিক করবেন এই সমস্যা?

বলিরেখার মোকাবিলা করতে হলে প্রথমেই বাদ দিতে হবে সেই সব বদভ্যাস যার কারণে বলিরেখা পড়ে। যদি সব সময়ই চোখের কোল ফোলা দেখায় তাহলে ডায়েটের দিকে নজর দিতে হবে। ত্বকে স্বাস্থ্যকর তেল লাগানোর পাশাপাশি ডায়েটে রাখতে হবে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।

কী কী লাগবে

ভিটানিমন ই ক্যাপসুল: ২টো (ত্বকে পুষ্টি জোগায়)

থাইম এসেনশিয়াল অয়েল: ২ ফোঁটা (কার্যকর অ্যান্টিঅক্সিড্যান্ট)

নারকেল তেল: ১ চা চামচ (ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্য করে)

কী ভাবে লাগাবেন

তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। চোখের চারপাশে দু’হাতের অনামিকা দিয়ে ক্লকওয়াইজ মোশনে ম্যাসাজ করুন। খেয়াল রাখবেন যেন চোখে ঢুকে না যায়। ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতো মুছে নিন। ঘুমোতে যাওয়ার ১-২ ঘণ্টা আগে মাখুন রোজ।

আরও পড়ুন: নারকেল তেল থেকে হতে পারে এই ৪ পার্শ্ব প্রতিক্রিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন