Pakistan Cricket

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শক্তি বাড়াল পাকিস্তান, ফতিমাদের দলে বিশেষ ভূমিকায় পুরুষদের দলের প্রাক্তন পাক বোলার

গত নভেম্বরে এক দিনের বিশ্বকাপে প্রত্যাশা মতো ফল করতে পারেননি ফতিমা সানারা। আট দলের প্রতিযোগিতায় সকলের শেষে শেষ করেছিলেন তাঁরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই সতর্ক পাক কর্তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২০:২৮
Share:

ফতিমা সানা। —ফাইল চিত্র।

পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের মেন্টর হলেন ওয়াহাব রিয়াজ়। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁকে নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত এক দিনের বিশ্বকাপে পাকিস্তানের বেহাল দশার পর সতর্ক পিসিবি কর্তারা। আগামী জুন মাসে রয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Advertisement

প্রাক্তন জোরে বোলার এবং জাতীয় নির্বাচককে মহিলা দলের দায়িত্ব দিল পিসিবি। মেন্টর হিসাবে নিয়োগ করা হলেও ফতিমা সানাদের মূল দায়িত্ব থাকবে রিয়াজ়ের হাতেই। প্রথম একাদশ নির্বাচন বা রণকৌশল তৈরির ভার থাকবে তাঁর। আগামী ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন ফতিমারা। লরা উলভার্টদের বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে তাঁদের। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজ় থেকেই রিয়াজ়ের উপর দায়িত্ব দিলেন পিসিবি কর্তারা। তিনি কাজ করবেন পাকিস্তানের মহিলাদের দলের দুই সাপোর্ট স্টাফ ইমরান ফারহাত এবং আব্দুল রহমানের সঙ্গে।

গত নভেম্বরে এক দিনের বিশ্বকাপে প্রত্যাশা মতো ফল করতে পারেননি ফতিমারা। আট দলের প্রতিযোগিতায় সকলের শেষে শেষ করেছিলেন তাঁরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে তেমন বেহাল দশা না হয়, তা নিশ্চিত করতেই দায়িত্ব দেওয়া হয়েছে রিয়াজ়কে। দক্ষিণ আফ্রিকা সফরের পাক দলে কয়েক জন নতুন মুখ রয়েছেন। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দেখে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে সায়রা জাবিন এবং হুমনা বিলালকে। এক দিনের দলে সুযোগ দেওয়া হয়েছে আয়েশা জাফর, গুল ফেরোজ়া, তাসমিয়া রুবাব এবং নাজিহা আলভিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement