Australia vs Pakistan

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, তিন ম্যাচের সিরিজ় খেলবে দু’দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। উপমহাদেশের পরিবেশ এবং পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:০০
Share:

অস্ট্রেলিয়া-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২৯ জানুয়ারি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ভারতীয় উপমহাদেশের পরিবেশ এবং পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই পাকিস্তান সফরের সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার।

Advertisement

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এক সপ্তাহের পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দু’দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ক্লান্তির কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচই হবে লাহোরে। জানুয়ারির ২৯, ৩১ এবং ফেব্রুয়ারির ১ তারিখ ম্যাচগুলি হবে। বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ ‘বি’-তে।

পিসিবির সিইও সুমেইর আহমেদ সৈয়দ বলেছেন, ‘‘লাহোরে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় আয়োজন করছি। বছরের শুরুতে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য এটা আমাদের উপহার। সমর্থকদের মাঠে আসার অনুরোধ করব। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ়ে ক্রিকেটারদের উৎসাহ দিতে অনুরোধ করব সমর্থকদের। আশা করব, গদ্দাফি স্টেডিয়ামে খেলা উপভোগ করবে অস্ট্রেলিয়াও। ২০২২ সালে এই স্টেডিয়ামে ওরা একটি টেস্ট, পাঁচটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।’’

Advertisement

বিশ্বকাপের আগে দুই শিবিরের উদ্বেগ চোট আঘাত। অস্ট্রেলিয়ার জশ হেজ়লউড, প্যাট কামিন্স এবং টিম ডেভিডের চোট রয়েছে। পাকিস্তানের শাহিন আফ্রিদিও চোট পেয়েছেন বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement