হেঁশেল পরিষ্কারের জন্য কোন ধরনের কাপড় ভাল? ছবি:ফ্রিপিক।
হেঁশেলে গরম হাঁড়ি ধরার কাপড় হোক বা গ্যাস অভেন পরিষ্কারের ন্যাতা— এত দিন সে জায়গা নিয়ে এসেছে বাতিল শাড়ি থেকে ওড়নাই। তবে গত কয়েক বছরে সেই ছবিতেও বদল এসেছে। শপিং মলে গেলে রান্নাঘর পরিষ্কারের রকমারি রঙিন কাপড় পাওয়া যায়। তালিকায় থাকে মাইক্রোফাইবার ক্লথও।
হেঁশেল পরিষ্কারের পুরনো পদ্ধতি ভাল, না কি নতুন ধরনের মাইক্রোফাইবার ক্লথই সুবিধানজক?
সুতি, মাইক্রোফাইবার ক্লথের মধ্যে তফাত কী?
সুতির কাপড় মানেই নরম, চট করে জল শুষে নেয়। ফলে দীর্ঘ দিন ধরে রান্নাঘরের আনাচকানাচ পরিষ্কারে এমন কাপড় ব্যবহারেরই চল। শুধু পরিচ্ছন্নতার জন্যই নয়, রুটি মুড়ে রাখতে, ভাতে-ভাত তৈরিতেও দীর্ঘ দিন ধরে সাদা পরিষ্কার সুতির কাপড় ব্যবহার হয়ে আসছে।
মাইক্রোফাইবার ক্লথ কৃত্রিম তন্তু দিয়ে তৈরি। জল শোষণে সুতির চেয়েও এগিয়ে এই কাপড়। নরম, ফলে ব্যবহারের সুবিধা রয়েছে। বাসন মুছে নিলেও ঘষা লাগার ভয় থাকে না। বার বার ধোয়াধুয়ির পরেও তা চট করে নষ্ট হয় না।
তা হলে বেছে নেবেন কোনটি?
রান্নাঘরের জল বা বাসন মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ অবশ্যই সুবিধাজনক। এত চট করে ভিজে বাসন শুকিয়ে যায়। তবে হেঁশেল পরিষ্কার করার জন্য কোনটি বাছবেন সেটা নিজের সুবিধার উপর নির্ভর করবে। সুতির কাপড়ের কাজ অনেক। রুটি সাদা পরিষ্কার সুতির কাপড়ে মুড়ে রাখা যায়, কিন্তু সে কাজ কৃত্রিম তন্তু থেকে তৈরি কাপড়ে হবে না। ফলে উপযোগ অনুযায়ী তার ব্যবহার নির্ভর করবে।
পরিচ্ছন্নতার নানা দিক
১. হেঁশেলে দু’ধরনের কাপড় একসঙ্গে রাখলে পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক হতে হবে। মাইক্রোফাইবার ক্লথ, সুতির কাপড় আলাদা ভাবে কাচা ভাল।
২. গরম কিছু পরিষ্কার করতে হলে সুতির কাপড়ই ভাল। গরম জায়গায় মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার না করাই উচিত।
৩. মাইক্রোফাইবার ক্লথ রোদে নয়, ছায়ায় শুকোতে দিন। তবে সুতির কাপড় রোদে, ছায়ায় যে কোনও জায়গাতেই শুকোতে দেওয়া চলে।