Lifestyle News

এ বার এক সঙ্গেই একাধিক কন্ট্যাক্ট শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে একাধিক কন্ট্যাক্ট পাঠানোর কোনও উপায় ছিল না। এ বার সেই সুবিধা আনতে চলেছে ফেসবুকের এই মেসেজিং অ্যাপ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১৭:১৫
Share:

হোয়াটসঅ্যাপে একাধিক কন্ট্যাক্ট পাঠানোর কোনও উপায় ছিল না। এ বার সেই সুবিধা আনতে চলেছে ফেসবুকের এই মেসেজিং অ্যাপ। অ্যান্ড্রয়ে়ড পুলিশ-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এ বার ছবি পাঠানোর পদ্ধতিতেই একাধিক কন্ট্যাক্ট সিলেক্ট করে এক সঙ্গে পাঠিয়ে দেওয়া যাবে।

Advertisement

তবে এই ফিচার এখনও বিটা স্টেজে রয়েছে। পরখ করে দেখতে চাইলে গুগল প্লে-তে গিয়ে বিটা টেস্টার-এ ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড্রয়েড ২.১৭.১২২ ও ২.১৭.১২৩ ভার্সন-এ ইন্ট্রো়ডিউস করা হয়েছে এই ফিচার।

আরও পড়ুন: সাবধান! গুগল কিন্তু জানে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত

Advertisement

সম্প্রতি, ইমেজ বেসড স্টেটাসের সঙ্গে টেক্সট স্টেটাস ফিচার ফিরিয়ে এনেছে হোয়াটসঅ্যাপ। ইউজাররা প্রোফাইলের অ্যাবাউট সেকশনে গিয়ে টেক্সট স্টেটাস দিতে পারেন। অন্যদের স্টেটাস আপডেটও দেখতে পারেন একই ভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement