Lifestyle News

এ বার গ্যাস, বিদ্যুতের বিল মেটানো যাবে ‘ওলা মানি’র সাহায্যে

টাকার গেরোয় সমস্যার মাঝেই কিছুটা স্বস্তি দিয়েছিল পেটিএম, ওলা মানির মতো ডিজিটাল পেমেন্ট অপশনগুলো। এত দিন পর্যন্ত খাবার, পর্যটনের মতো খাতে বিল মেটানোর সুবিধা ছিল ওলা মানি অ্যাপে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৭:২৬
Share:

টাকার গেরোয় সমস্যার মাঝেই কিছুটা স্বস্তি দিয়েছিল পেটিএম, ওলা মানির মতো ডিজিটাল পেমেন্ট অপশনগুলো। এত দিন পর্যন্ত খাবার, পর্যটনের মতো খাতে বিল মেটানোর সুবিধা ছিল ওলা মানি অ্যাপে। এ বার আরও এক ধাপ এগিয়ে গ্যাস ও বিদ্যুতের বিল মেটানোর সুবিধাও নিয়ে এল ওলা মানি অ্যাপ।

Advertisement

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ওলা মানি ওয়ালেটে রিজার্জ লিমিটও ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই মুহূর্তে দেশের ২৫টি রাজ্যে ওলা মানির সাহায্যে বিল মেটানোর সুবিধা রয়েছে। এ ছাড়াও ক্যাফে কফি ডে, ডমিনোজ, পিজা হাট, বুকমাইশো, ইবে, ক্লিয়ারট্রিপ, গোইবিবো, যাত্রা আইআরসিটিসি, আরএসআরটিসি, মুম্বই মেট্রোর বিল মেটানোর সুবিধাও রয়েছে ওলা মানি অ্যাপে।

নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস ও রুপে-র সাহায্য রিচার্জ করা যায় ওলা মানি।

Advertisement

আরও পড়ুন: পুরনো শাড়ি দিয়েই পাল্টে ফেলুন ঘরবাড়ি-পোশাকআশাক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement