cancer

জীবনযাত্রা পরিবর্তনে বাড়ছে ক্যানসার

দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের কারণেই বাড়ছে ক্যানসারে আক্রান্তের সংখ্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪১
Share:

প্রতীকী ছবি।

দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের কারণেই বাড়ছে ক্যানসারে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে স্তন, ফুসফুস, মুখ, পাকস্থলী, বৃহদন্ত্রের ক্যানসারের রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। বিগত পঁচিশ বছরে নিজেদের পরিসংখ্যান পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ঠাকুরপুকুরের ‘সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ কর্তৃপক্ষ।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, ১৯৯৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ১ লক্ষ ৯০ হাজার রোগীকে পর্যবেক্ষণ করা হয়েছিল। সেই তথ্য বিশ্লেষণ করেই ক্যানসারের গতিপ্রকৃতি বোঝার চেষ্টা করেছেন গবেষকেরা। ওই প্রতিষ্ঠানের অধিকর্তা চিকিৎসক অর্ণব গুপ্ত জানাচ্ছেন, গত ১০ বছরে মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা জরায়ু ক্যানসারের তুলনায় বেড়েছে। বছর দশেক আগে স্তন ক্যানসারে আক্রান্তের হার ছিল ১২ শতাংশ। তা এখন প্রায় ২০ শতাংশ। এর নেপথ্যে রয়েছে দেরিতে বাচ্চা হওয়া, গর্ভনিরোধক ওষুধ খাওয়া, ফাস্ট ফুড এবং স্তন্যপান না করানো।

ওই সময়কালের মধ্যে তামাক সেবন ও দূষণের কারণে পুরুষদের মধ্যে ফুসফুসে ক্যানসার বেড়েছে। প্রকোপ বৃদ্ধি পেয়েছে মুখের ক্যানসারের। অন্য দিকে, অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে গত ২০ বছরে পাকস্থলী, বৃহদন্ত্রের ক্যানসারে আক্রান্তের হার ৮ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়েছে বলেও জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসকেরা। অর্ণব বলেন, “বিশ্বে মৃত্যুর দ্বিতীয় বড় কারণ হল ক্যানসার। প্রতি বছর প্রায় এক কোটি মানুষ এই রোগে মারা যান। যে ভাবে এই মারণ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে ২০৩০-এর মধ্যে মৃতের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষে পৌঁছবে। তাই জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি ক্যানসার সম্পর্কেও সব মানুষকে সচেতন
হতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement