Women Harassed

কাজের সময়ে পিছন থেকে এসে জড়িয়ে ধরেন পুলিশকর্মী! কসবা থানায় অভিযোগ দায়ের তরুণীর

এই ঘটনার পরে মানসিক ভাবে ভেঙে পড়েন নির্যাতিতা। তিনি ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছেন কসবা থানায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২৩:০১
Share:

— প্রতীকী চিত্র।

কলকাতা পুলিশের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন তরুণী। ‘নির্যাতিতা’ তরুণী সোনারপুর থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি একটি আয়া সেন্টারের মাধ্যমে কসবা থানা এলাকায় ওই পুলিশ অফিসারের বাড়িতে রান্নার কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁকে শ্লীলতাহানি করেন ওই পুলিশ অফিসার। তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

তরুণীর অভিযোগ, বাড়ির অন্য সদস্যেরা বেরিয়ে যাওয়ার পরে অভিযুক্ত পুলিশ অফিসার পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরেন এবং তাঁর সম্মানহানির চেষ্টা করেন। তিনি এর প্রতিবাদ করলে তাঁকে চোরের অপবাদ দেওয়া হয়। পাশাপাশি, জোর করে সাদা কাগজে কিছু লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ মহিলার।

এই ঘটনার পরে মানসিক ভাবে ভেঙে পড়েন ‘নির্যাতিতা’। তিনি ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছেন কসবা থানায়। তাঁর অভিযোগ, ঘটনার পর থেকে তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। যার জেরে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement