Lifestyle News

আজ রাতেই প্রি-বুকিং শুরু ওয়ান প্লাস ৫-এর, এখনই ১০ লাখ অগ্রিম রেজিস্ট্রেশন

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে অ্যামাজন ইন্ডিয়ায় শুরু হচ্ছে ওয়ান প্লাস ৫-এর অগ্রিম বুকিং। কিন্তু বুকিং শুরুর আগেই অগ্রিম রেজিস্ট্রেশনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ১০ লক্ষের গণ্ডি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ১৭:২৭
Share:

ওয়ান প্লাস ৫ উদ্বোধন করছেন সংস্থার সিইও পেটে লাউ। ছবি: রয়টার্স

প্রথম সারির মোবাইল কোম্পানিগুলিকে রীতিমতো টেক্কা দিচ্ছে ওয়ান প্লাস। সদ্য বাজারে এসেছে ওয়ান প্লাসের নতুন মডেল ওয়ান প্লাস ৫। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে অ্যামাজন ইন্ডিয়ায় শুরু হচ্ছে ওয়ান প্লাস ৫-এর অগ্রিম বুকিং। কিন্তু বুকিং শুরুর আগেই অগ্রিম রেজিস্ট্রেশনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ১০ লক্ষের গণ্ডি। অনেকেই বলছেন, আইফোন ছাড়া সাম্প্রতিককালে এমন ‘হাইপ’ তৈরি হয়নি কোনও ফোন নিয়ে।

Advertisement

ভারতে ওয়ান প্লাস ৫-এর দু’টি মডেল লঞ্চ হচ্ছে। তার মধ্যে একটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম ও একটিতে ৮ জিবি র‌্যাম। যে দু’টির দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা এবং ৩৭,৯৯৯ টাকা।

আরও পড়ুন: ২৮ হাজারি স্মার্টফোন সারানোর বিল ৪৮ হাজার!

Advertisement

কিন্তু কেন এত জনপ্রিয় এই ফোন? এক নজরে দেখে নেওয়া যাক, কী কী ফিচার রয়েছে এই ফোনে?

ডিসপ্লে:

৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। রয়েছে অপটিক ‘AMOLED’ টেকনোলজিও।

নকশা:

পাতলা এবং হালকা। এটাই ওয়ান প্লাস ৫-এর প্রধান ইউএসপি। ওয়ান প্লাসের আগের মডেল ওয়ান প্লাস ৩টি-র থেকেও হালকা এই মডেলটি। রয়েছে টপ ও বটন কার্ভিংও। ফোনের ব্যাক কভার মেটালের।

প্রসেসর:

কোয়ালকমের সবথেকে হালকা প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই মডেলে। সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৩৫।

র‌্যাম:

রয়েছে ৬ জিবি এবং ৮ জিবি র‌্যামের দু’টি আলাদা মডেল।

ইন্টারনাল মেমরি:

৬৪ এবং ১২৮ জিবি, দু’টি আলাদা আলাদা ফিচারে পাওয়া যাবে এই ফোন।

ব্যাটারি:

৩০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি থাকবে ওয়ান প্লাস ৫-এ।

ক্যামেরা:

দু’টি ব্যাক ক্যামেরা রয়েছে এই ফোনে। একটিতে ১৬ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে ১.৭ অ্যাপারচার ও ২০ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে ২.৬ অ্যাপারচার ক্ষমতাসম্পন্ন। দু’টি ক্যামেরাতেই রয়েছে সোনির উচ্চক্ষমতা সম্পন্ন সেন্সর।

সুরক্ষা:

সেরামিক কোটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন