Toothbrush

Health Tips: কত দিন অন্তর বদলাতেই হবে টুথব্রাশ? না হলে কী বিপদ হতে পারে

দেখে বোঝা না গেলেও নির্দিষ্ট সময়ের পরে টুথব্রাশ নষ্ট হয়ে যায়। তাতে নানা ধরনের জীবাণু বাসা বাঁধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৭:২৫
Share:

মাসের পর মাস এক টুথব্রাশ ব্যবহার করলে কী হয়? ছবি: সংগৃহীত

টুথব্রাশ এমন একটি জিনিস, যা প্রতি দিন ব্যবহার করতে হয়। টুথব্রাশেরও নির্দিষ্ট মেয়াদ আছে। তার পরে বদলাতে হয় এটি। দেখে বোঝা না গেলেও নির্দিষ্ট সময়ের পরে টুথব্রাশ নষ্ট হয়ে যায়। তাতে নানা ধরনের জীবাণু বাসা বাঁধে।

কত দিন অন্তর টুথব্রাশ বদলানো উচিত?

Advertisement

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’-এর পরামর্শ, প্রতি তিন থেকে চার মাস অন্তর টুথব্রাশ বদলানো উচিত। যদিও এর মধ্যে আরও কয়েকটি বিষয় রয়েছে, যেগুলি মাথায় রাখতে হবে।

• টুথব্রাশের তন্তুগুলি বেঁকে যেতে শুরু করলেই, সেই টুথব্রাশ বাতিল করা উচিত। তা যদি তিন-চার মাসের আগেও হয়, তা হলেও পুরনো ব্রাশটি বাতিল করতেই হবে।

Advertisement

• যাঁরা বৈদ্যুতিন টুথব্রাশ ব্যবহার করেন, তাঁদের উচিত প্রতি ১২ সপ্তাহ অন্তর ওই টুথব্রাশের মাথা বদলানো।

• আপনি কি হালে কোনও সংক্রমণে ভুগেছেন? বা পরিবারের কেউ ভুগেছেন? তা হলে টুথব্রাশ বদলে নেওয়া উচিত। কারণ পুরনো টুথব্রাশে সংক্রমণকারী জীবাণুটি এখনও রয়ে গিয়েছে।

• অন্য কেউ ভুল করে আপনার টুথব্রাশ ব্যবহার করে ফেলেছেন? তা হলেও সঙ্গে সঙ্গে বদলাতে হবে পুরনো টুথব্রাশ।

• জ্বর থেকে সেরে ওঠার পরেও টুথব্রাশ বদলে ফেলা উচিত। এমনই বলছেন বিজ্ঞানীরা।

নিয়মমাফিক টুথব্রাশ না বদলালে নানা ধরনের সংক্রমণ হতে পারে। এমনই বলা হয়েছে ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’-এর রিপোর্টে। তবে এটাও বলে হয়েছে, টুথব্রাশে যে ধরনের জীবাণু থাকে, সেগুলি মুখের ভিতর বা কণ্ঠনালীর সংক্রমণ যতটা ঘটায়, তার চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে অন্ত্র বা শরীরের অন্যত্র। নিয়মমাফিক টুথব্রাশ না বদলালে তা পেটের সমস্যার আশঙ্কা বাড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন