অতিরিক্ত ইমোজি প্রেম সেক্স ভাবনার লক্ষণ?

আপনি কি সারাক্ষণ ইমোজি নিয়েই মেতে থাকেন? হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে মেসেজ করতে গেলেই কি জিভ ভ্যাংচানো, চোখ মারা, কান্না কান্না চোখ অথবা দেঁতো হাসির হলুদ রঙের নেড়া মাথা গুলোর আশ্রয় নেন ? জানেন কি, নয়া এক সমীক্ষা বলছে, যাদের ইমোজি আসক্তি অত্যাধিক তাদের মাথায় ২৪ ঘণ্টা যৌন ভাবনা ঘুর ঘুর করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ১৭:২৬
Share:

আপনি কি সারাক্ষণ ইমোজি নিয়েই মেতে থাকেন? হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে মেসেজ করতে গেলেই কি জিভ ভ্যাংচানো, চোখ মারা, কান্না কান্না চোখ অথবা দেঁতো হাসির হলুদ রঙের নেড়া মাথা গুলোর আশ্রয় নেন ? জানেন কি, নয়া এক সমীক্ষা বলছে, যাদের ইমোজি আসক্তি অত্যাধিক তাদের মাথায় ২৪ ঘণ্টা যৌন ভাবনা ঘুর ঘুর করে।

Advertisement

অনলাইন ডেটিং ওয়েবসাইট ম্যাচ ডট কমের এই সমীক্ষা বলছে, ইমোজি ইউসাররা শুধুমাত্র সেক্স নিয়েই ব্যস্ত থাকে তা নয়, তারা অনেক বেশি ডেটেও যায়, বিয়েও করে নেয় ঝটাপট।

আরও পড়ুন-দিনে এক বার অর্গাজম কমায় প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা

Advertisement

২৫ টি দেশের ৮ টি বিভিন্ন ভাষার ৫ হাজার অ্যাক্টিভ ইন্টারনেট ইউসারকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার ফল বলছে যারা প্রতি টেক্সটে একের বেশি ইমোজি ব্যবহার করেন তাদের মধ্যে ৩৬%-৪০% প্রায় সারাক্ষণই সেক্স নিয়ে ভাবনা চিন্তা করেন। অন্যদিকে যারা সেক্স নিয়ে অতটাও মাথা ঘামান না তারা ইমোজির ব্যবহারও খুব একটা করেন না। সিঙ্গল যুবক-যুবতীদের ৫৪% ইমোজি নিয়ে মেতে থাকেন। তাদের সেক্স নিয়ে উত্সাহও অন্যদের থেকে বেশ খানিকটাই বেশি হয়। অনলাইন ফ্লার্ট-এর বাজারে হেব্বি হিট ‘উইঙ্ক ইমোজি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement