পোষ্য বাড়াবে সেক্স অ্যাপিল!

শুধু ভালবাসা নয়, জানেন কি পোষ্যরা বাড়িয়ে দেয় আপনার সেক্স অ্যাপিলও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ২০:৫৬
Share:

শুধু ভালবাসা নয়, জানেন কি পোষ্যরা বাড়িয়ে দেয় আপনার সেক্স অ্যাপিলও।

Advertisement

নয়া এক সমীক্ষা বলছে, বহু মহিলা এবং পুরুষ মনে করেন পোটেনশিয়াল পার্টনারদের কাছে পোষ্য প্রীতি বেশ আকর্ষণীয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেট স্টোর, পেটমার্ট, অনলাইন ডেটিং সার্ভিস ম্যাচ ডট কমের সঙ্গে যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছে।

সমীক্ষায় অংশগ্রহণ করে ছিলেন ১,১২০ জন পোষ্যর মালিক। যার মধ্যে ৬০% মহিলা এবং ৪০% পুরুষ।

Advertisement

এই অনলাইন সমীক্ষাতে মোট ২১টি প্রশ্ন করা হয়েছিল। ৩৫% মহিলা জানিয়েছেন পশুপ্রেমী পুরুষদের তাদের বেশ সেক্সি মনে হয়। ২৬% পুরুষ জানিয়েছেন পোষ্যদের মালকিনদের তাদের বেশ আকর্ষণীয় লাগে।

অ্যান্থ্রোজুস নামের জার্নালে বেড়িয়েছে এই সমীক্ষা।

আরও পড়ুন-সুখী দম্পতি হতে বিয়ের আগে লিভ ইন করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement