Diljit Dosanjh

এক কাপ কফির দাম ৩১,০০০ টাকা! চুমুক দিয়ে হতবাক দিলজিৎ, বিশেষত্ব কী?

বিশ্বের অন্যতম দামি কফি পান করার অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। নির্বাচিত ক্যাফেতেই মেলে সেই বিশেষ কফি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:০১
Share:

লন্ডনে কফি পান করচেন দিলজিৎ দোসাঞ্জ। ছবি: ইনস্টাগ্রাম।

কফি অনেকেরই পছন্দ। বাড়ির পাশাপাশি এখন বাঙালি প্রতি দিন ক্যাফেতেও স্বচ্ছন্দ। তবে এক কাপ কফির দাম কত হতে পারে? লন্ডনে তাঁর কফি অভিজ্ঞতা ভাগ করে অনুরাগীদের চমকে দিয়েছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ।

Advertisement

সঙ্গীতানুষ্ঠানের দৌলতে বিশ্বের বিভিন্ন কোণে ঘুরতে হয় দিলজিৎকে। এ বারে অভিনেতা গিয়েছিলেন লন্ডনে। সেখানে সময় করে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘লুই ভিঁতো’র দোকানে গিয়েছিলেন তিনি। শিল্পীর পরনে ছিল সাদা-কালো রঙের জ্যাকেট। এ ছাড়াও তিনি পরেছিলেন টুপি ও একটি কালো রোদচশমা। সেখানে পোশাকের পাশাপাশি খাওয়াদাওয়ার ব্যবস্থাও রয়েছে। দিলজিৎ সেখানকার কফিও চেখে দেখেন। সমাজমাধ্যমে সেই অভিজ্ঞতা জানাতে একটি ভিডিয়োও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘নয়না’র গায়ক।

কফির নেপথ্যে

Advertisement

দিলজিৎ যে কফিটি পান করেছেন তার নাম ‘জাপান টিপিকা ন্যাচারাল’। মেনু কার্ডে তার দাম ২৬৫ পাউন্ড। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় তার দাম প্রায় ৩১ হাজার টাকা! জাপানের ওকিনাওয়ার একটি প্রাইভেট এস্টেট কফির চাষ করে। বিশ্বের সেরা রেস্তরাঁয় তারা তাদের কফি বীজ রফতানি করে থাকে। স্বাদে এবং গন্ধে তা বিশ্বের অন্যতম সেরা বলেই দাবি করে থাকে সংস্থাটি। পরিবেশনের আগে এই কফি বানানোরও বিশেষ পদ্ধতি রয়েছে। দিলজিৎকে কফিটি একটি সোনালি ধাতব গ্লাসে পরিবেশন করা হয়েছিল।

দিলজিতের প্রতিক্রিয়া

এই ধরনের কফি পান করা জীবনের স্মরণীয় স্মৃতি হিসেবে রয়ে যেতে পারে। কিন্তু বিশ্বের অন্যতম দামি কফিটি কিন্তু দিলজিতের মন জয় করতে ব্যর্থ হয়েছে। কফিতে চুমুক দিয়ে তিনি সরল মনে বলেছেন, ‘‘আলাদা মনে হবে? এটা তো বেশ পাতলা।’’ একই সঙ্গে মজা করে দিলজিৎ এই কফির দাম নিয়েও মন্তব্য করেছেন। শিল্পী বলেছেন, ‘‘এখন শুধু এই কফিটাই খাব। কারণ প্রতি চুমুকের দাম ৭ হাজার টাকা!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement