১ টাকা দিন, নিয়ে যান স্যামসাঙের স্মার্টফোন!

মাত্র এক টাকা দিলেই আপনার হাতে চলে আসবে স্যামসাঙের একটি ঝকঝকে স্মার্টফোন। প্রথম বাক্যটা পড়েই নিশ্চয়ই আপনার মনে হচ্ছে অবিশ্বাস্য! এ হতেই পারে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৬ ১৪:৪১
Share:

মাত্র এক টাকা দিলেই আপনার হাতে চলে আসবে স্যামসাঙের একটি ঝকঝকে স্মার্টফোন।

Advertisement

প্রথম বাক্যটা পড়েই নিশ্চয়ই আপনার মনে হচ্ছে অবিশ্বাস্য! এ হতেই পারে না।

না! এখানেই ভুল ভাবচেন। এমনটাই হয়েছে।

Advertisement

স্যামসাঙয়ের সদ্য লঞ্চ হওয়া ‘মেক ফর ইন্ডিয়া’ সেলিব্রেশন অফারে গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি নোট ৫ ফোনগুলিতে চলছে বিশেষ অফার। ক্রেতারা মাত্র এক টাকা দিয়েই নাকি কিনতে পারবেন এই ফোন।

তবে এর পিছনে চমক তো রয়েইছে। ফোন কেনার সময়ে এক টাকা দিতে হলেও বাকি টাকা শোধ করতে হবে ১০টি ইএমআই-তে। তবে এই অফারটি শুধুমাত্র বাজাজ ফিনান্স এবং ক্যাপিটাল ফার্স্ট-এর কাস্টমারদের জন্য। যাঁরা এই ফিনান্স সংস্থায় ইতিমধ্যেই রেজিস্টার করেছেন তাঁরাই এই সুবিধা পাবেন। গত ২৯ এপ্রিল শুরু হয়েছে এই অফার, চলবে আগামী ১৫ মে পর্যন্ত।

আরও পড়ুন, ফোনের পাওয়ার বাটনে গোল দাগ থাকার কারণ কী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement