প্রেম দিবসে মরচে পড়া ভালবাসাকে জাগিয়ে তুলুন নতুন করে

কেউ নতুন প্রেমে পড়েছেন, কারও প্রেম পুরনো হয়েছে, কারও বা প্রেম ভাঙার পথে। কিন্তু প্রেম দিবস তো সকলের জন্য। এ দিন শুধু উদযাপনের দিন নয়। মরচে পড়া ভালবাসাকে আবার জাগিয়ে তুলুন। রইল কিছু টিপস।

Advertisement
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২২
Share:

কেউ নতুন প্রেমে পড়েছেন, কারও প্রেম পুরনো হয়েছে, কারও বা প্রেম ভাঙার পথে। কিন্তু প্রেম দিবস তো সকলের জন্য। এ দিন শুধু উদযাপনের দিন নয়। মরচে পড়া ভালবাসাকে আবার জাগিয়ে তুলুন। রইল কিছু টিপস।

Advertisement

এক সঙ্গে সময় কাটান

ধরুন কাজের শেষে ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। ছোট্ট অবসরে দুজনেই এক ঘরে। কিন্তু ব্যস্ত রয়েছেন স্মার্ট ফোন, হওয়াটস অ্যাপ বা ফেসবুকে। এবার টেকনোলজিকে কয়েক ঘণ্টার জন্য ছুটি দিন। যেটুকু সময় এক সঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন, চেটেপুটে তার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন। এক জন আর এক জনের সঙ্গে কথা বলুন। কিছু দরকারি, কিছু বা নেহাতই অদরকারি। কিন্তু কথার আদান প্রদানটা চালাতে থাকুন।

Advertisement

সারপ্রাইজ ডেট

এক দিনের জন্য না হয় ফিরেই যান আপনার প্রেমের প্রথম দিনগুলোতে। পার্টনারের জন্য অ্যারেঞ্জ করে ফেলুন একটা সারপ্রাইজ ডেট। কিছু চকোলেট, হাত ধরে এলোমেলো ঘোরাঘুরি, দিনের শেষে হয়ত একটা সিনেমা, ম্যাজিক করবেই।

জমিয়ে রান্না করুন

কাছের মানুযটাকে একদিন অবাক করে তার মনের ডিশটা রেঁধে ফেলুন। অপটু বলে কিন্তু কিন্তু করছেন? ঘাবড়াবেন না। রান্নার স্বাদের থেকেও সঙ্গী বা সঙ্গিনীর কাছে আপনার চেষ্টা কিন্তু অনেক দামি। তার খুশিয়াল মেজাজের চাবিকাঠি ওই চেষ্টাটার মধ্যেই লুকিয়ে আছে।

প্রেমের চিরকুট লিখুন

আচ্ছা মনে আছে কি শেষ কবে প্রেম পত্রটা লিখে ছিলেন? প্রাক বিয়ে পর্বের সে সব চিঠি আজ আলমারির কোন কোণায় জমে আছে। চিঠি না হোক ভালবাসা জানান দিতে একটা ছোট্ট চিরকুটতো লেখাই যাক। কাগজ কলমে অনীহা? না হয় একটা ই মেল করুন, নিদেন পক্ষে একটা এসএমএস। শুধু জানিয়ে দিন আপনি তাকে এখনও অতটাই ভালবাসেন। ঠিক ১০ বছর আগে যতটা বাসতেন।

সোচ্চারে ভালবাসার জানান দিন

প্রেমের আয়ু বেড়েছে? তাতে কী? অনুভূতিতেতো আর মরচে পড়েনি। গোপন গোপন খেলার সঙ্গেই মাঝে মাঝে প্রেমের সোচ্চার প্রকাশও কিন্তু বেশ জরুরি। বয়সকে গুলি মারুন। সোজা কথায় জমিয়ে পিডিএ করুন।

প্রশংসা করুন

এক সময় ঘুরতে ফিরতে যাকে প্রশংসায় ভরিয়ে দিতেন, আজ তার সব কিছুই বড় চোখ এড়িয়ে যায় আপনার। পার্টনারের প্রশংসা করুন। হোক না তা নেহাতই অকারণ। প্রশংসা করুন তার কাজের, পোশাকের, রুচির।

হঠাত্ ছুটি

ক’দিন কাজকে টাটা বলুন তো। ব্যাগ পত্তর গোছান। শুধু দু’জনে মিলে রওনা দিন ছোট্ট ছুটির দিকে। সম্মুদুর হোক বা পাহাড়। জীবনে রোম্যান্স ফেরাতে ঘুড়তে যাওয়ার কোনও বিকল্পই নেই।

উপহার দিন

এই ধরুন অফিস থেকে বাড়ি ফিরছেন। হাতে করে নিয়ে আসুন কোনও উপহার। মনের মানুযের পছন্দের বই, সিডি, পোশাক...যা ইচ্ছে তাই। ভালবাসা খাঁটি হলে অকটা পেনেও পুরনো প্রেমে নয়া তড়কা লাগবেই।

নাক গলাবেন না প্লিজ

বহু দিনের সম্পর্ক। তা বলে ভাববেন না যেন আপনার বাইরে তার পৃথিবীটাই নেই। নিজের সময় কাটানোর অবকাশ নেই। কিন্তু সঙ্গি বা সঙ্গিনীর সব ব্যাপারেই নাক গলানোর ইচ্ছে আছে ষোল আনা! প্লিজ নাক গলানোটা বন্ধ করুন। সবাইকে নিজের মতও বাঁচতে দিন। তার সময় আপনার জন্য নিজের মত করেই থাকবে। সম্পর্কে স্পেস দিন। প্রেম আপনি বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন