sex

Sex Tips: যৌন অপরিচ্ছন্নতায় দূরে সরে যান সঙ্গী, জানুন পরিচ্ছন্নতার সহজ পাঠ

পরিচ্ছন্নতা যৌন স্বাস্থ্য ও যৌন মিলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি সম্পর্কে অবগত নন অনেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৯:২২
Share:

যৌন মিলনের আগে এই ভুল এড়িয়ে চলাই ভাল। ছবি: সংগৃহীত

সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি সুখী যৌন জীবন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সচেতনতার অভাবে যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলেন সঙ্গী। বিশেষত পরিচ্ছন্নতা যৌন স্বাস্থ্য ও যৌন মিলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি সম্পর্কে অবগত নন অনেকেই।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। অপরিচ্ছন্ন অন্তর্বাস
অন্তর্বাস নিয়মিত পরিচ্ছন্ন না রাখলে যৌনাঙ্গে নানা ধরনের সংক্রমণ দেখা যায়। ডেকে আনে ঘাম, ময়লা, ক্ষত ও দুর্গন্ধের সমস্যা।
২। যৌনাঙ্গের অপরিচ্ছন্নতা
অন্তর্বাসের পর যে কথাটি অবশ্যই উঠে আসবে সেটি হল যৌনাঙ্গের পরিচ্ছন্নতা। তবে এটি একটি নিয়মিত অভ্যাস। কেবল যৌন মিলনের আগে ও পরে যৌনাঙ্গ সাফ করলেই এই পরিচ্ছন্নতা প্রকাশ পায় না। শুধু যৌন মিলনই নয়, যৌন স্বাস্থ্য ভাল রাখতেও নিয়মিত যৌনাঙ্গ সাফ করা অত্যন্ত প্রয়োজনীয়। এতে দূরে থাকে যৌন রোগও।

৩। মুখের অপরিচ্ছন্নতা
শুধু যৌনাঙ্গই নয়, মুখের অপরিচ্ছন্নতাও সঙ্গীকে ঠেলে দিয়ে পারে দূরে। যৌনতার প্রাথমিক সূচনা অনেক ক্ষেত্রেই হয় চুম্বনের মধ্য দিয়ে। আর তখনই যদি সঙ্গীর মুখে দুর্গন্ধ অনুভূত হয়, তবে তার থেকে খারাপ অভিজ্ঞতা খুব কমই হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন