Parenting Tips

সন্তানের বিশ্বাস ভাঙছেন না তো? ছোটখাটো বিষয়ে বদলাতে পারে ছোটদের মন, ৭টি বিষয় খেয়াল রাখুন

ছোটরা অনেক কিছুই বোঝে এবং প্রতি মুহূর্তে অনুভব করে। বরং বলা ভাল, অন্যদের থেকে সেই সব অনুভূতি একটু বেশিই প্রভাব ফেলে তাদের মনে। যা তাদের বেড়ে ওঠায় এবং মানসিক গঠনেও প্রভাব ফেলতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৯:২৮
Share:

ছবি : সংগৃহীত।

ছোটরা সব সময়ে সব কথা মুখ ফুটে বলে না। তা বলে কি তাদের রাগ-দুঃখ-মান-অভিমান হয় না? বড়দের মতো প্রকাশ না করতে পারুক, ছোটরা অনেক কিছুই বোঝে এবং প্রতি মুহূর্তে অনুভব করে। বরং বলা ভাল, অন্যদের থেকে সেই সব অনুভূতি একটু বেশিই প্রভাব ফেলে তাদের মনে। যা তাদের বেড়ে ওঠায় এবং মানসিক গঠনেও প্রভাব ফেলতে পারে। ছোটদের ভাবনাকে তাই সব সময় গুরুত্ব দিতে বলেন মনোবিদেরা। কারণ বড়দের কাছে যা খুব সাধারণ, স্বাভাবিক বলা তা ছোটরা সহজ মনে না-ও করতে পারে। সন্তানকে যাঁরা মানুষ করছেন, তাঁরা ৭টি বিষয় খেয়াল রাখতে পারেন।

Advertisement

১। ছোটরা যখন কথা বলছে, তখন ফোনের দিতে তাকিয়ে থাকলে বা অন্যমনস্ক ভাবে উত্তর দিলে তাদের খারাপ লাগে। ছোটরা মনোযোগ পেতে ভালবাসে। তাদের প্রতি মনোযোগ না দিলে তাদের মনে হতেই পারে, তারা বাবা-মায়ের কাছে জরুরি নয়।

২। ছোটরা অনেক সময় মনযোগ আকর্ষণের জন্যও কান্নাকাটি করে। কিন্তু তাতে বিরক্ত হয়ে যদি কেউ বলেন, ‘নাটক কোরো না’, তবে তাতে তারা আহত হতে পারে। তাদের মনে হতে পারে, তাদের অনুভূতির প্রকাশ বাকিদের কাছে অতিরিক্ত মনে হচ্ছে। হয়তো ভবিষ্যতে তারা মন খুলে কথাই বলতে পারবে না।

Advertisement

৩। ছোটরা সবকিছু মনে রাখে। তাই তাদের কিছু প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন, সেটি রাখতে পারবেন তো? ছোট্ট প্রতিশ্রুতি সে একটা চকোলেট কিনে দেওয়ার কথা হলেও, তা না রাখা হলে, তা খেয়াল করে ছোটরা। যিনি প্রতিশ্রুতি ভাঙলেন, তাঁর উপর থেকে বিশ্বাস হারায়।

৪। বয়স কম। ক্ষমতাও কম। ছোটরা অনেক কাজেই ব্যর্থ হতে পারে। বাকিদের সঙ্গে তাল মেলাতে অসুবিধাও হতে পারে। কিন্তু সে কথা যদি সকলের সামনে আলোচনায় উঠে আসে। বাবা-মা-ও তাতে অংশগ্রহণ করে, তবে ছোটদের আস্থা ভাঙতে পারে। তাদের মনে হতেই পারে, তাদের দুর্বলতা নিয়ে ঠাট্টা করা হচ্ছে।

৫। ভুল করলে তিরস্কার, ভাল কাজ করলে পুরষ্কার— ছোটরা এগুলো দেখে শেখে। তাই আপনিও ভুল করলে ‘সরি’ বলুন। না হলে তাদের মনে হতে পারে তাদের খারাপ লাগার কোনও মূল্য নেই।

৬। সত্যি কথা বললে রেগে যাওয়া। ছোটরা সত্যি কথা বলার পরে যদি দেখে কাউকে রেগে যেতে, তবে তারা ভাবতে শুরু করে সত্যি বললে সমস্যা হতে পারে। ভবিষ্যতে তারা যেকোনও পরিস্থিতিতে মুখ বন্ধ রাখাই শ্রেয় মনে করে।

৭। সন্তানের সঙ্গে কেউ খারাপ কিছু করলে বাবা-মা যদি তার প্রতিবাদ না করে চুপ করে থাকেন, তবে সন্তানের কাছে তাঁরা আস্থা হারান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement