relationship advice for newlywed

১টি নিয়ম মেনেই সুখের হবে দাম্পত্য! নববিবাহিতদের জন্য কী পরামর্শ দিলেন অভিনেতা মনোজ

১৫ বছরের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে খুবই কম ঝগড়া হয়েছে মনোজ বাজপেয়ীর। অভিনেতা মানেই তাঁদের ব্যক্তিগত, বিশেষ করে দাম্পত্য জীবন নিয়ে সারা ক্ষণ বিভিন্ন মহলে চর্চা চলে। তবে এর আগে বিবাহিত জীবন নিয়ে খুব বেশি মুখ খুলতে দেখা যায়নি মনোজকে। অভিনেতার সুখী দাম্পত্যের পিছনে রহস্য কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১
Share:

স্ত্রী শাবানা রাজ়ার সঙ্গে মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত।

তিন দশক ধরে দর্শকের মন জয় করে আসছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ধারাবাহিক দিয়ে শুরু, তার পরে বড় পর্দায় একের পর এক হিট ছবিতে অভিনয়। এই মুহূর্তে ওটিটি মঞ্চের অন্যতম চর্চিত অভিনেতা তিনি। সম্প্রতি তাঁর ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের ৩ নং সিজ়ন মুক্তি পেয়েছে। সেখানেও অভিনেতার অভিনয় নজর কেড়েছে দর্শকের। সম্প্রতি নিজের বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

স্ত্রী শাবানা রাজ়ার সঙ্গে ১৫ বছরের দাম্পত্য মনোজের। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন তিনি তাঁর দাম্পত্য জীবন নিয়ে বেশ সুখী। ১৫ বছরের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে খুবই কম ঝগড়া হয়েছে মনোজের। অভিনেতা মানেই তাঁদের ব্যক্তিগত, বিশেষ করে দাম্পত্য জীবন নিয়ে সারা ক্ষণ বিভিন্ন মহলে চর্চা চলে। তবে এর আগে বিবাহিত জীবন নিয়ে খুব বেশি মুখ খুলতে দেখা যায়নি মনোজকে। এই প্রসঙ্গে বলা দরকার, শাবানা নিজেও এক সময়ে হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করেছেন ‘নেহা’ নামে। ‘করীব’ ছবিতে ববি দেওলের বিপরীতে কিংবা ‘হোগি পেয়ার কী জীত’ ছবিতে অজয় দেবগনের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।

অভিনেতার সুখী দাম্পত্যের পিছনে রহস্য কী? মনোজ বলেন, ‘‘ভালবাসা কিন্তু মোটেই সহজ কাজ নয়। দাম্পত্য জীবনে সুখী হতে হলে নিজের অহংকার, দম্ভ পুরোপুরি বিসর্জন দিতে হবে। এমনটা করতে পারলেই দীর্ঘ দিন বিয়ে টিকিয়ে রাখা সম্ভব।’’

Advertisement

শাবানা মনোজের প্রথম স্ত্রী নন। বলিউডে আসার আগে মনোজ বিহারে এক বার বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। মুম্বইতে এসে অভিনয় শুরু করার পর একটি পার্টিতে শাবানাকে প্রথম দেখেন মনোজ। প্রথম দেখাতেই শাবানার প্রেমে পড়ে যান তিনি। ২০০৬ সালে বিয়ে করেন মনোজ-শাবানা। তার পর ২০১১ সালে মেয়ে আভার জন্ম হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement