Cat Bathing Tips

পোষ্য মার্জারকে ধরে বেঁধে স্নান করাতে চাইছেন? হিতে বিপরীত হতে পারে কিন্তু

বিড়ালকে নিয়মিত স্নান করানোর প্রয়োজন নেই কেন? কখন তাদের স্নান করানো দরকার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩৬
Share:

ঘন ঘন বিড়ালকে স্নান করানোর চেষ্টা করলে কোন বিপত্তি হতে পারে? ছবি: ফ্রিপিক।

পোষ্য সারমেয়কে নির্দিষ্ট সময় অন্তর স্নান করানোর দরকার হয়। প্রয়োজন হয় লোমগুলি আঁচড়ে দেওয়ারও। একই পরিচর্যা পোষা বিড়ালকেও করতে চাইছেন কি? এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

Advertisement

কেন নিয়মিত স্নান জরুরি নয়?

• সারমেয় এবং মার্জার এক নয়। একটু খেয়াল করলেই দেখা যাবে বিড়াল আরাম করে শুয়ে গা, পা চাটতে ব্যস্ত থাকে। আর এমনিতেও বিড়ালের গায়ে চট করে নোংরা নজরেও পড়বে না, তা সে রাস্তার বিড়াল হোক বা ঘরের।বিড়াল যতক্ষণ জেগে থাকে, তার মধ্যে ৫০ শতাংশ সময় সে নিজেকে পরিচ্ছন্ন রাখতেই কাটিয়ে দেয়। এটাই তাদের স্বভাবজাত বিষয়।বিড়ালের জিভে অতিসূক্ষ্ম হুকের মতো অংশ থাকে। যা দিয়ে সহজে ময়লা, নোংরা শরীর থেকে চেটে পরিষ্কার করে দিতে পারে তারা। ফলে নিয়মিত স্নানের প্রয়োজন হয় না বিড়ালের।

Advertisement

• অনেক বিড়াল জল পছন্দ করে না। চেপে ধরে তাদের স্নান করাতে গেলে উদ্বেগ তৈরি হতে পারে। এমনকী অভিভাবককে ভয় পেতে শুরু করতে পারে মার্জার। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে স্নান করানোর চেষ্টা না করাই ভাল।

• লোম সুন্দর লাগবে বলে শ্যাম্পু বা সাবান দিয়ে ঘন ঘন স্নান করাতে গেলে, তাদের ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে। বিড়ালের লোম সাবান-শ্যাম্পু দিয়ে বেশি ঘষলে বা ঘন ঘন স্নান করালে, ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হতে পারে। তারা নিজেরাই নিজেদের পরিচর্যা করতে পারে। বিড়াল বিরক্ত না হলে তার লোম আঁচড়ে দেওয়া যেতে পারে।

• জল দেখে বা স্নান করাতে গেলে বিড়াল ভয় পেয়ে যেতে পারে। ভয় পেলে আদরের পোষ্যও যে আঁচড়ে-কামড়ে দেবে না তার নিশ্চয়তা নেই।সুতরাং জোরাজুরিতে না যাওয়াই ভাল।

কখন স্নানের প্রয়োজনীয়তা থাকে?

• বিড়াল অথর্ব হয়ে গেলে বা শরীরে চোট পেলে, ঠিকভাবে উঠতে-বসতে না পারলে পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন থাকে।যদি বিড়াল নিজে থেকে নিজের পরিচর্যা করতে না পারে, তখন তাকে স্নান করানোর প্রয়োজন হতে পারে।

• বিড়াল কোনও খাবার খেতে গিয়ে গায়ে মাখিয়ে ফেললে বা চটচটে কিছু লেগে গেলে, সে ক্ষেত্রে তাকে পরিষ্কার করে দেওয়ার প্রয়োজন হয়। কারণ সেটা সে চেটেও পরিষ্কার করতে পারবে না এবং জিভে গেলে ক্ষতিও হতে পারে।

• কোনও কোনও প্রজাতির বিড়ালের লোম একদম কম হয়। এদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর স্নান করানো জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement