Break Up Sign

সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়বে না তো? কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হবেন?

হঠাৎ ভালবাসা হারিয়ে ফেলার শোকে মুহ্যমান হয়ে পড়েন। কিন্তু সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে, তা বুঝবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৪ ১৪:২৯
Share:

সম্পর্কের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

সারা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন নিয়েই শুরু হয় সম্পর্কের পথচলা। কিন্তু স্বপ্ন সব সময় সত্যি হয় না। সম্পর্কে বিচ্ছেদ নিয়ে আশঙ্কায় থাকেন অনেকেই। সারা ক্ষণই একটা চাপা ভয় মনজুড়ে থাকে। ভালবাসার মানুষটিকে হারিয়ে ফেলার অমূলক নয়। কাউকে আঁকড়ে ধরলে এমন আশঙ্কা হতেই থাকে। তবে সঙ্গীকে সব সময় আগলে রেখেও বিচ্ছেদ আটকানো যায় না। চাপা তিক্ততা, না বলা অনুভূতি আর পরস্পরের প্রতি সুপ্ত ক্ষোভ একটা সময় সম্পর্ককে বিচ্ছেদের দিকে নিয়ে যায়। হঠাৎ ভালবাসা হারিয়ে ফেলার শোকে মুহ্যমান হয়ে পড়েন। কিন্তু সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে, তা বুঝবেন কী ভাবে?

Advertisement

১) একটা সম্পর্ক জন্ম নেয় তখনই, যখন পরস্পরের প্রতি একটা প্রগাঢ় বিশ্বাস গড়ে ওঠে। বিশ্বাস ছাড়া কোনও সম্পর্ক এগোতেই পারে না। আর যদি সেই বিশ্বাসটাই হারিয়ে যায়, তা হলে সম্পর্কে ঘুণ ধরেছে কি না, তা যাচাই করে দেখুন। তেমন হলে বেরিয়ে আসুন সম্পর্ক থেকে।

২) প্রেম মনের যত্ন নয়। ভালবাসা হলে মন আনন্দে ভরে থাকে সর্বক্ষণ। সম্পর্ক নিয়ে কেউ সত‍্যি খুশি হলে তার আভাস পাওয়া যায় বাইরে থেকেই। কিন্তু যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, অবসাদ ডেকে আনে, সেই সম্পর্কে ইতি টানাই শ্রেয়। সম্পর্ক থেকে যদি শুধুই মনকষ্ট প্রাপ্তি হয়, তাহলে বিচ্ছেদ সঠিক সিদ্ধান্ত হতে পারে।

Advertisement

৩) প্রেমে সম্মান থাকা জরুরি। সঙ্গীর প্রতি ভালবাসা, আবেগ, অনুভূতি তো থাকবেই। কিন্তু সেই সঙ্গে প্রাপ‍্য সম্মানটুকুও দিতে হবে। যদি দেখেন সম্পর্কে আপনার কোনও সম্মান নেই, তা হলে বোধ হয় বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে দেরি না করাই ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন