Importance of Eye Contact

৫ কারণ: যে কোনও সম্পর্কেই চোখে চোখ রেখে কথা বলা জরুরি

সম্পর্কে বিশ্বাস, মূল্যবোধ, যোগাযোগ— সব গড়ে তুলতে পারা যায় চোখ দিয়েই। দু’টি মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক যোগাযোগ রক্ষা করতেও চোখের ভূমিকা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ২০:২১
Share:

চোখে চোখে কথা হোক। ছবি- ‘সৈরত’ ছবির দৃশ্য থেকে।

বাঙালি বিয়ের নানা রকম আচার অনুষ্ঠানের মধ্যে একটি হল ‘শুভদৃষ্টি’। কখনও মনে হয়নি, বিয়ের আগে থেকেই চেনা মানুষকে হঠাৎ সকলের সামনে এমন ভাবে দেখার কারণ কী? পানপাতা দিয়ে ঢাকা মুখ খুলে চোখে চোখ রাখার এমন অদ্ভুত নিয়ম কি নিছকই মজা? মনোবিদরা বলছেন, শুধু বিয়ের ক্ষেত্রে নয়, যে কোনও সম্পর্কের ভিত মজবুত করতে চোখের ভূমিকা রয়েছে। সম্পর্কে বিশ্বাস, মূল্যবোধ, যোগাযোগ— সব গড়ে তুলতে পারা যায় চোখ দিয়েই। দু’টি মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক যোগাযোগ রক্ষা করতেও চোখের ভূমিকা রয়েছে।

Advertisement

চোখে চোখ রাখা জরুরি কেন?

Advertisement

১) যোগাযোগ

যে কোনও সম্পর্কের গোড়ার কথা হল যোগাযোগ। মুখের ভাষা যা বলে উঠতে পারে না, চোখ সেই অনুভূতি ব্যক্ত করতে পারে। যোগাযোগ আরও গভীর এবং নিবিড় হতে পারে চোখের চাহনিতে।

২) বিশ্বাস

অনেকেই বিশ্বাস করেন, চোখ মিথ্যার আশ্রয় নিতে পারে না। তাই চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কে বিশ্বাসযোগ্যতাও বাড়ে।

৩) ধৈর্য

একান্তে দুজন মনের কথা বলবেন। কিন্তু চোখে চোখ থাকবে না, তা কী করে হয়? শুধু ঘনিষ্ঠ মুহূর্ত নয়, সঙ্গীর কথা ধৈর্য ধরে শুনতে গেলেও চোখে চোখ রাখার প্রয়োজন রয়েছে।

৪) ঘনিষ্ঠতা

শারীরিক এবং মানসিক ভাবে ঘনিষ্ঠ হতেও চোখের গুরুত্ব রয়েছে। চোখ এমন একটি অঙ্গ, যার মাধ্যমে দু’টি ভিন্ন মানুষের ঘনিষ্ঠতা আর গাঢ় হয়ে উঠতে পারে।

৫) আকর্ষণ

দু’টি মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকে চোখ। কোনও মানুষের প্রতি আপনার কেমন অনুভূতি, তা-ও বলে দিতে পারে চোখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement