Relationship Tips

সম্পর্ক সুন্দর রাখতে কোন দিকে খেয়াল রাখা জরুরি?

সম্পর্কে মনের ভাব দেওয়া-নেওয়া বন্ধ হয়ে গেলে সবচেয়ে সমস্যা হয় বলেই বক্তব্য বিশেষজ্ঞদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ২১:৫৯
Share:

কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি। যাতে সুখের সম্পর্কে কোনও বাধা না সৃষ্টি হয়। ফাইল চিত্র

অনেক দিনের সম্পর্ক। একসঙ্গে সুখেই কাটার কথা। কিন্তু কাটছে না। কীসে যেন আটকে যাচ্ছে। কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি। যাতে সুখের সম্পর্কে কোনও বাধা না সৃষ্টি হয়।

Advertisement

কোন কোন দিকে খেয়াল রাখলে সম্পর্কে এই সমস্যা দেখা দেবে না? সবের আগে খেয়াল রাখা দরকার, যাতে কথা বন্ধ না হয়। শব্দের আনাদপ্রদান সবচেয়ে জরুরি। সম্পর্কে মনের ভাব দেওয়া-নেওয়া বন্ধ হয়ে গেলে সবচেয়ে সমস্যা হয় বলেই বক্তব্য বিশেষজ্ঞদের।

সম্মান। এ হল আর এক জরুরি বিষয়। একে-অপরের প্রতি সম্মান থাকলেই হল না। তা প্রকাশ করাও জরুরি। কথা ও কাজে যেন প্রকাশিত হয় যে সঙ্গীর প্রতি সম্মান আছে আপনার।

Advertisement

সঙ্গে থাকুক বিশ্বাস। তা ছাড়া কোনও সম্পর্কের জোর থাকে না। এবং বিশ্বাস যে আছে, তাও বুঝিয়ে দেওয়া দরকার সঙ্গীকে। এই ক’টি দিকে খেয়াল রাখলে বহু দিনের সম্পর্কেও সৌন্দর্য থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন