face

আপনার মস্তিষ্ক কত জনের চেহারা মনে রাখতে পারে জানেন?

১৮ থেকে ৬১ বছর বয়সী ২৫ জন মানুষের উপর এই গবেষণা চলে। গবেষণায় অংশগ্রহণকারীদের এক ঘণ্টার মধ্যে তাঁদের স্মৃতিতে আছে এমন মানুষদের নাম লিখতে বলা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৮:২২
Share:

ঠিক কত জনের চেহারা মনে রাখতে পারেন আপনি? ছবি: শাটারস্টক।

জন্ম থেকে মৃত্যু— এক জীবনকালে মানুষ অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হয়। তাদের মধ্যে কোনও কোনও আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মী বা বন্ধুদের সঙ্গে প্রায়শই দেখা হয়। কারও সঙ্গে হয়তো দেখা হওয়ার সংখ্যা হাতে গোনা। কিন্তু এদের মধ্যে ঠিক কত জনের চেহারা মনে রাখতে পারেন আপনি?

Advertisement

উত্তরে এক এক জন হয়তো এক এক রকম বলবেন। স্মৃতিশক্তি, চেহারা মনে রাখার ক্ষমতা এ সবের উপর নির্ভর করেই কি এই অঙ্ক ঠিক হয়? সম্প্রতি এ নিয়ে একটি গবেষণা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক

১৮ থেকে ৬১ বছর বয়সী ২৫ জন মানুষের উপর এই গবেষণা চালান তাঁরা। গবেষণায় অংশগ্রহণকারীদের এক ঘণ্টার মধ্যে তাঁদের স্মৃতিতে আছে এমন মানুষদের নাম লিখতে বলা হয়।

Advertisement

আরও পড়ুন: আপনার কিনে আনা মাখনে ভেজাল মেশানো নেই তো? বুঝে যান এই ঘরোয়া উপায়ে

নিজেদের কাছের মানুষরা ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট্সঅ্যাপ সূত্রে আলাপ হওয়া নানা মানুষের নামও লেখেন তাঁরা। গবেষণায় অংশগ্রহণকারীরা। আলাপ নেই, কেবল নাম বা চেহারা মনে আছে— এমন মানুষদের কথাও ছিল সেই তালিকায়।

শুরুর দিকে লেখার গতি বজায় থাকলেও যত সময় এগিয়েছে, ততই লেখার গতি কমেছে গবেষণায় অংশগ্রহণকারীদের। তাঁদের মস্তিষ্কের গতিবিধি, বয়স, একাগ্রতা এ সবও এই গবেষণায় প্রভাব ফেলেছে। এক ঘণ্টার হিসাবের উপর ভিত্তি করে সারা জীবনের একটি হিসাব কষেন গবেষকরা।

আরও পড়ুন: শরীরের যত্ন নেওয়ার জন্য হাতে বেশি সময় নেই? এই সব মেনে হার্টকে রাখুন বিপন্মুক্ত

গবেষণার প্রধান রব জেনকিন্স জানান, ‘‘বয়স মনঃসংযোগ ও একাগ্রতা এ ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করলেও দেখা গিয়েছে, এক জন পূর্ণবয়স্ক, সুস্থ মানুষের মস্তিষ্ক মোটামুটি গড়ে ৫ হাজার মানুষের মুখ বা চেহারা মনে রাখতে পারে। তবে বয়স অনুপাতে ধরলে, তরুণ বয়সে সেই সংখ্যা ছুঁয়ে যায় প্রায় ১০ হাজার। মুখ মনে রাখা মানেই যে সকলের নাম আলাদা করে মনে করতে পারবেন সকলে এমনটা নয়।’’

গবেষকদের মতে, এক জন মানুষের মস্তিষ্ক ঠিক কত জন মানুষের চেহারাকে ধরে রাখতে পারে, সে অঙ্ক কষতেই এই গবেষণা। রবকিন্সের দলকে সমর্থন জানিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন