Bal

টাক পুরুষরাই বেশি ড্যাশিং, অন্তত গবেষণা সেটাই বলছে

মাথায় টাক পড়তে শুরু করলেই সচেতন হয়ে ওঠেন পুরুষরা। বয়স সবে ৩৫-এর কোঠা পেরিয়েছে এখনই এই হাল? কোনও মতে চুলের কায়দা করে টাক ঢাকার প্রচেষ্টা শুরু করেন বেশির ভাগই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ১৫:৪৮
Share:

পকেট একটু ভারী হলে হেয়ার উইভিং-এর কথাও ভাবেন কেউ কেউ।

মাথায় টাক পড়তে শুরু করলেই সচেতন হয়ে ওঠেন পুরুষরা। বয়স সবে ৩৫-এর কোঠা পেরিয়েছে এখনই এই হাল? কোনও মতে চুলের কায়দা করে টাক ঢাকার প্রচেষ্টা শুরু করেন বেশির ভাগই। পকেট একটু ভারী হলে হেয়ার উইভিং-এর কথাও ভাবেন কেউ কেউ। টাক নিয়ে এতো লজ্জা সত্ত্বেও কী ভাবে দিন দিন বেড়ে চলেছে ডেন জনসন, ব্রুস উইলিস বা ভিন ডিজেলের মতো অভিনেতাদের ভক্ত সংখ্যা? অনুপ্রাণিত হয়ে কেনই বা ফ্যাশনিস্তা পুরুষরা কামিয়ে ফেলছেন মাথা? উত্তর খুঁজতে তিনটি গবেষণার সাহায্য নিয়েছিলেন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার গবেষকরা। প্রথমে অল্প কয়েক জন অংশগ্রহণকারীকে নিয়ে সমীক্ষার পর ধীরে ধীরে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে থাকেন গবেষকরা।

Advertisement

প্রথম সমীক্ষা

প্রথম সমীক্ষায় অল্প সংখ্যক অংশগ্রহণকারী ছিলেন। ৫৯ জন অংশগ্রহণকারীর ৩৫ জনই ছিলেন মহিলা। যাদের বিভিন্ন হেয়ারস্টাইলের পুরুষদের ছবি দেখিয়ে মতামত জানতে চাওয়া হয়। ছবি দেখে অংশগ্রহণকারীরা জানান টাক বা কম চুলের অধিকারী পুরুষদেরই তাদের বেশি আকর্ষণীয় মনে হয়।

Advertisement

আরও পড়ুন: হোয়াট্‌সঅ্যাপে গ্রুপ চ্যাটের সময় এগুলো এড়িয়ে চলুন

দ্বিতীয় সমীক্ষা

দ্বিতীয় সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৪৪ জন। যাদের অর্ধেকের বেশিই মহিলা। বিভিন্ন চেহারা ও গড়নের পুরুষদের সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়। দেখা গিয়েছে, টাক বা কামানো মাথার পুরুষদের অংশগ্রহণকারীরা বেশি পুরুষালী, শক্তিশালী ও হ্যান্ডসাম হিসেবে ভোট দিয়েছেন।

তৃতীয় সমীক্ষা

৫৫২ জন অংশগ্রহণকারীকে নিয়ে তৃতীয় সমীক্ষা চালানো হয়। বিভিন্ন পুরুষদের সম্পর্কে লিখিত ও মৌখিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সমীক্ষার ফলে দেখা গিয়েছে টাক বা কামানো মাথার পুরুষদেরই সবচেয়ে আকর্ষণীয় মনে করেন মহিলারা।

আরও পড়ুন: খাবার নিয়ে কয়েকটি ভুল ধারণা

কী বুঝলেন গবেষণা থেকে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন