Phone Charger Safety Tips

ফোনের চার্জারই হয়ে উঠতে পারে প্রাণঘাতী! সন্তানকে সামলে রাখবেন কী ভাবে

রাতে ঘুমোনোর সময়ে অনেকেই বিছানায় ফোন চার্জে বসিয়ে রাখেন। রোজের এই অভ্যাস হয়তো আপনার কাছে নিরীহ। কিন্তু এ থেকে একাধিক দুর্ঘটনা দেখেছে পৃথিবী। কী ভাবে সতর্ক হবেন আপনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪
Share:

বিপদ লুকিয়ে ফোনে চার্জ দেওয়ার নিয়মে। ছবি: সংগৃহীত।

এখন অল্প বয়সেই সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দেন অনেক বাবা-মা। ফোনে কী দেখবে, দেখবে না, সে বিষয়ে সতর্ক থাকেন তাঁদের মধ্যে অনেকেই। কিন্তু কেবল ডিজিটাল সুরক্ষার সম্পর্কে সচেতন হলেই চলে না। ফোনের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি অন্য ঝুঁকির বিষয়েও সতর্ক হতে হয়। যেমন, ফোনের চার্জার অথবা ফোনে চার্জ দেওয়ার পদ্ধতি। রাতে ঘুমোনোর সময়ে অনেকেই বিছানায় ফোন চার্জে বসিয়ে রাখেন। কেবল ছোটরা কেন, বড়রাও এই ভুল করে থাকেন। রোজের এই অভ্যাস হয়তো আপনার কাছে নিরীহ। কিন্তু এ থেকে একাধিক দুর্ঘটনা দেখেছে পৃথিবী। চার্জিং পয়েন্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। সন্তানদের তাই দ্রুত এই বিষয়ে সতর্ক করা দরকার।

Advertisement

ফোন এবং চার্জার নিয়ে সতর্ক হোন। ছবি: সংগৃহীত।

ফোন চার্জে বসিয়ে ঘুমোনোর এই অভ্যাস নিয়ে সন্তানদের কী কী শেখাবেন?

· বালিশ বা নরম তোষকের নীচে ফোন রেখে সেটিকে চার্জ দেওয়া যাবে না। নরম বালিশ বা তোষক জায়গা থেকে নড়াচ়়ড়া করতে পারে। তার সঙ্গে ফোনও প্লাগ থেকে আলগা হয়ে যেতে পারে। আর যে মুহূর্তে সকেট আর চার্জারের মধ্যে ব্যবধান তৈরি হয়ে যাবে, সেই জায়গাটি বিপজ্জনক হয়ে উঠবে। সেখানে হাত পড়লেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়ে যাবে।

Advertisement

· এ রকম আলগা জায়গায় আমেরিকার ৮ বছরের এক বালকের গলার সোনার হার ঢুকে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা শোনা যায়। বুদ্ধি করে হারটি খুলে ফেলায় প্রাণে বেঁচে যায় সে। কিন্তু এই ধরনের ঘটনা থেকে দূরে থাকতে হলে বিছানার পাশে ফোন চার্জ দেওয়া এবং ধাতব হার পরা উচিত নয়।

· উৎকৃষ্ট মানের চার্জার ব্যবহার করা উচিত নয়। কেবল তা-ই নয়, সকেটও যেন দেওয়ার থেকে আলগা না হয়ে থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। অনেকেই এক্সটেনশন কর্ড ব্যবহার করেন। নিয়মিত যাচাই করে নিতে হবে, কর্ড ঠিক আছে কি না। কোনও ভাবে সকেট আলগা হয়ে এলে তখনই ব্যবহার করা বন্ধ করে দিন।

· চার্জ দেওয়া হয়ে গেলে সকেট থেকে চার্জার খুলে রাখুন। সুইচও বন্ধ করে দিন। অনেকেই চার্জ হয়ে গেলেও সুইচ অন রেখে প্লাগেই ফোন বসিয়ে রাখেন। সেই অভ্যাস ত্যাগ করতে হবে। তা হলে দুর্ঘটনার পাশাপাশি ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকিও কমে যাবে।

· শিশুদের নাগালের বাইরে রাখতে হবে চার্জার। নয়তো চার্জার চিবিয়ে বা কামড়ে তার আলগা করে দিতে পারে তারা। তার পর সেটিতে ফোন চার্জ দিলে তড়িদাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। চার্জে বসানো অবস্থাতেও শিশুদের অবুঝ কাণ্ডকারখানা ভয়ানক বিপদ ডেকে আনতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement