৭ জিনিস, স্ত্রীরা ব্যবহার করলেও স্বামীরা জানেন না । ছবি: সংগৃহীত।
মহিলাদের প্রসাধনীর রকমভেদ অনেক। প্রতি দিন বাজারে আসছে নতুন প্রসাধনী এবং মহিলাদের ব্যবহার সামগ্রীর রকমারি বিকল্প। সমাজমাধ্যমে এমন অনেক সামগ্রীর দেখা মেলে, যা দেখেও স্তম্ভিত হতে হয় বার বার! দৈনিক কাজে এমন দ্রব্য ব্যবহার করা হয়, যা সত্যিই অনেকের অজানা থাকে। রইল মহিলাদের ব্যবহারের এমন কিছু দ্রব্যের হদিস, যার কাজ সম্পর্কে কিছুই জানেন না অনেক পুরুষ।
ক্লিভেজ কভার
এমন অনেক পোশাক থাকে, যা পরলে বক্ষভাঁজ স্পষ্ট হয়। তবে অনেকেই সে রকম পোশাক পরতে স্বচ্ছন্দ বোধ করেন না। সে ক্ষেত্রে মহিলাদের মুশকিল আসান করে ক্লিভেজ কভার। দেখলে মনে হয়, ওটা পোশাকেরই অংশ, তবে আদৌ তা নয়।
ট্যাম্পন
ঋতুস্রাবের সময়ে ব্যবহার করা হয় ট্যাম্পন। এই দ্রব্যটি যোনিপথে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করলে আর আলাদা করে প্যাড ব্যবহার করার প্রয়োজন হয় না।
ইলেক্ট্রিক ফেশিয়াল হেয়ার রিমুভার
মুখের লোম তোলা বড়ই যন্ত্রণার বিষয়। ওয়াক্সিং, থ্রেডিং, যা-ই করুন না কেন যন্ত্রণা হবেই। ফেশিয়াল রেজ়ার ব্যবহার করলে আবার কাটাছেঁড়ার ভয় থেকে যায়। তবে ইলেক্ট্রিক ফেশিয়াল হেয়ার রিমুভার ব্যবহার করলে কোনও ঝক্কি ছাড়াই মুখের রোম তুলে ফেলা যায়, হাতে একটু সময় থাকলেই হতে পারে মুশকিল আসান।
বিউটি রোলার
দেখে যদিও বোঝার উপায় নেই জিনিসটি আদতে কী! ইংরেজি ‘ওয়াই’ আকৃতির এই দ্রব্যটি হল মালিশ করার যন্ত্র। বয়স বাড়লে মহিলাদের চামড়া ঝুলে যায়। চামড়া যাতে টানটান থাকে তাই জন্য শরীরের বিভিন্ন অঙ্গে এটি ব্যবহার করা হয়। বিদ্যুৎ সংযোগের পর এই মেশিনে কম্পন হয়। যা আরামও দেয়, আবার চামড়াকে টানটান করে।
লিপ প্লাম্পিং এনহ্যান্সার
ঠোঁট পুরু করতে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। অনেকেই মোটা ঠোঁট পছন্দ করেন। তাঁদের ধারণা, তাতে সৌন্দর্য বাড়বে। এই কাজেই ব্যবহার করা হয় লিপ প্লাম্পিং এনহ্যান্সার। মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ডেই মনের মতো ঠোঁট পাওয়া সম্ভব এই যন্ত্র ব্যবহার করেই।
পি স্ট্যান্ড
কোথাও ঘুরতে গেলে মহিলাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যদি পরিষ্কার শৌচাগার না থাকে। যত্রতত্র প্রস্রাব করলে বাড়ে ইউটিআই বা মূত্রনালির সংক্রমণের ঝুঁকি। এই ঝুঁকি এড়াতেই মেয়েরা ব্যবহার করেন পি স্ট্যান্ড।
ক্লোদিং স্টিচ গান
পাটে পাটে শাড়ি পরা এক প্রকার শিল্পই বটে। সব মহিলা কিন্তু সেই কাজে পারদর্শী হন না। তবে মহিলাদের সেই কাজ সহজ করতে এখন পাওয়া যায় ক্লোদিং স্টিচ গান। শাড়ির আঁচল হোক বা কুঁচি, পাটে পাটে রাখতে এই যন্ত্রটি ব্যবহার করেন অনেক মহিলাই। ফলে সেফটিপিন লাগানোর ঝক্কি ছাড়াই সুন্দর করে পাট করা শাড়ি পরে ফেলা যায় ৫ মিনিটেই।