#MeToo

‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন আপনার যৌন হেনস্থার অভিজ্ঞতা

শুরু হয়েছে একটি সোশ্যাল মিডিয়া মুভমেন্ট। রবিবার অভিনেত্রী আলিশা মিলানো প্রথম এই সোশ্যাল মুভমেন্টের ডাক দেন। এক বন্ধুর পরামর্শ মতো তিনি জানান, বিশ্বজুড়ে যে সব মহিলা যৌন হেনস্থার শিকার হয়েছেন তাঁরা ‘মি টু’ স্টেটাস লিখে ওয়েব দুনিয়ায় শেয়ার করুন। তাতে হয়তো সকলকে এই সমস্যার গুরুত্ব বোঝানো যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ২০:০৩
Share:

প্রতীকী ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

সদ্য প্রকাশ্যে এসেছে হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা। একাধিক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই তালিকায় অ্যাঞ্জেলিনা জোলি, গেনিথ পাল্টরো যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সাধারণ মহিলারাও। বাদ যাননি ঐশ্বর্যা রাই বচ্চনের মতো বলি তারকাও। তবে ঐশ্বর্যা সরাসরি হার্ভির বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। ঐশ্বর্যার প্রাক্তন ম্যানেজার সিমনে শেফিল্ড জানিয়েছেন, হার্ভি নাকি ঐশ্বর্যার সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছিলেন!

Advertisement

আরও পড়ুন, ঐশ্বর্যার সঙ্গে আলাদা দেখা করতে চেয়েছিলেন হার্ভে!

এই পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে একটি সোশ্যাল মিডিয়া মুভমেন্ট। রবিবার অভিনেত্রী আলিশা মিলানো প্রথম এই সোশ্যাল মুভমেন্টের ডাক দেন। এক বন্ধুর পরামর্শ মতো তিনি জানান বিশ্বজুড়ে যে সব মহিলা যৌন হেনস্থার শিকার হয়েছেন তাঁরা ‘মি টু’ স্টেটাস লিখে ওয়েব দুনিয়ায় শেয়ার করুন। তাতে হয়তো সকলকে এই সমস্যার গুরুত্ব বোঝানো যাবে। ’ ‘ ’ (_)

Advertisement

এই পরিপ্রেক্ষিতেই শুরু হয়েছে একটি সোশ্যাল মিডিয়া মুভমেন্ট। রবিবার অভিনেত্রী আলিশা মিলানো প্রথম এই সোশ্যাল মুভমেন্টের ডাক দেন। এক বন্ধুর পরামর্শ মতো তিনি জানান বিশ্বজুড়ে যে সব মহিলা যৌন হেনস্থার শিকার হয়েছেন তাঁরা ‘মি টু’ স্টেটাস লিখে ওয়েব দুনিয়ায় শেয়ার করুন। তাতে হয়তো সকলকে এই সমস্যার গুরুত্ব বোঝানো যাবে। (_)

আরও পড়ুন, প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অ্যাঞ্জোলিনার

এই আহ্বানের পর বিপুল সাড়া মেলে গোটা বিশ্ব জুড়ে। মহিলারা শেয়ার করতে থাকেন তাঁদের নিজস্ব অভিজ্ঞতা। মহিলা-পুরুষ নির্বিশেষে বড় সংখ্যক মানুষ যৌন হেনস্থার বিরুদ্ধে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুন, অস্কার বোর্ড থেকে সরানো হল হার্ভিকে

কেউ লিখেছেন এমন ঘটনা প্রতিদিন ঘটছে। আরও কত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে? কেউ আবার মনে করিয়ে দিয়েছেন এই হ্যাশট্যাগে কেউ যদি নিজের কথা শেয়ার না করেন তার মানে এমন নয় যে সেই মহিলাকে কখনও যৌন হেনস্থার মুখে পড়তে হয়নি। কেউ আবার লিখেছেন এমনিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যুতে পোস্ট না করলেও এ বিষয়ে বাধ্য হয়েই এগিয়ে এসেছেন।' ?

আপনিও কি এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন? ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। ' ' ' ' 💤 ' ' " ?" '

আপনিও কি এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন? ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। ' ' ' ' 💤 ' ' " ?" '

আপনিও কি এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন? ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। ' ' ' ' 💤 ' ' " ?" '

আপনিও কি এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন? ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। ' ' ' ' 💤 ' ' " ?" '

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন