অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সুবীরানন্দ, পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চন্দ্র, পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র, চন্দ্র’জ় গ্রিন প্রজেক্ট লিমিটেডের অধিকর্তা অভিজিৎ লাহা। ছবি : সংগৃহীত।
কলকাতায় আয়োজিত হল ৩২তম পিসি চন্দ্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রবিবার, ১১ মে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই পুরস্কার তুলে দেওয়া হল ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের হাতে। যে পুরস্কার আগে পেয়েছেন আশা ভোঁসলে, কপিল দেব, উস্তাদ আমজাদ আলি খান, গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দের মতো তারকারা।
গত ৩২ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যদের এই সম্মান জানিয়ে আসছে কলকাতার শিল্পগোষ্ঠী পিসি চন্দ্র গ্রুপ। লক্ষ্য দু’টি— এক, বিভিন্ন ক্ষেত্রের সেরা কৃতিত্বের দাবিদারদের সম্মানজ্ঞাপন। দুই, পিসি চন্দ্র শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পূর্ণ চন্দ্র চন্দ্রের চিন্তাধারা, তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া।
১৯৯৩ সালে প্রতিষ্ঠাতার জন্মদিনে ওই পুরস্কার দেওয়া শুরু করেছিল পিসি চন্দ্র। তার পর থেকে প্রতি বছরই প্রতিষ্ঠাতার জন্মদিনে কোনও না কোনও ক্ষেত্রের সেরা ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে আসছে তারা। গত ৩২ বছরে যাঁরা ওই সম্মান পেয়েছেন, তাঁদের মধ্যে আশা, কপিল, আমজাদ আলি, বিশ্বনাথন ছাড়াও রয়েছেন নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী, হৃদরোগের চিকিৎসক দেবি শেঠি, বক্সার মেরি কম-সহ অনেকে। ১৮ টি গ্র্যান্ড স্ল্যাম এবং অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লিয়েন্ডার সেই তালিকায় নবতম নাম।
রবিবার লিয়েন্ডারের হাতে ওই পুরস্কার তুলে দেন পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র। এ ছাড়া ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সুবীরানন্দ, পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চন্দ্র, চন্দ্র’জ় গ্রিন প্রজেক্ট লিমিটেডের অধিকর্তা অভিজিৎ লাহা-সহ বিশিষ্টেরা।