Skincare

Skincare: পান কি শুধুই খাওয়ার? জানেন কি এই পাতা রূপের যত্নও নেয়

রূপচর্চায় নানা ভাবে আপনার সঙ্গী হয়ে উঠতে পারে এই পান পাতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৮:২৪
Share:

প্রতীকী ছবি।

সে এক সময় ছিল যখন মুখে পান দিয়ে ঠোঁটে লাল রং আনতেন মহিলারা। সে কাল গিয়েছে। লিপস্টিকই এখন সুন্দরীদের সঙ্গী। তাই বলে কি রূপ ধরে রাখার কোনও কাজেই লাগে না পান?

Advertisement

তেমন কিন্তু বলা চলে না। বরং রূপচর্চায় নানা ভাবে আপনার সঙ্গী হয়ে উঠতে পারে এই পান পাতা।

এই পাতার কত গুণ জানা আছে কি?

Advertisement

১) রোজ কাজ শেষ করে বাড়ি ফিরে পান পাতা ভেজানো জল দিয়ে মুখ ধোয়া যায়। তাতে ত্বকে জমে থাকা ধুলো-ময়লা সাফ হয়ে যাবে।

প্রতীকী ছবি।

২) মুখে লাল দাগ হয়েছে? তাতেও সাহায্য করতে পারে পান। পান পাতা দিয়ে জল ফুটিয়ে নিন। সেই জল ঠান্ডা করে মুখে রাখলে লাল ভাব থেকে মুক্তি পাওয়া যাবে।

৩) চুল পড়ে যাচ্ছে? পান পাতা বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। তার পরে তা মাথায় মাখুন। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। কয়েকদিন টানা ব্যবহার করলেই ফল মিলবে।

পান এমনই নানা ভাবে যত্নে রাখতে পারে শরীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement